ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রকাশ্যে সোনার বাংলা সার্কাস’র ‘হায়েনা এক্সপ্রেস’

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২০
প্রকাশ্যে সোনার বাংলা সার্কাস’র ‘হায়েনা এক্সপ্রেস’ ব্যান্ডদল ‘সোনার বাংলা সার্কাস’র সদস্যরা

মানব সভ্যতাকে এই গানে ‘হায়েনা এক্সপ্রেস’ হিসেবে তুলে ধরেছি। মানে, ‘হায়েনা এক্সপ্রেস’ বলতে মানব সভ্যতাকে বুঝিয়েছি।

হায়েনার মতো এগিয়ে যাওয়া মানব সভ্যতা নিয়ে আমাদের এই গান- ব্যান্ডদল সোনার বাংলা সার্কাসের সদ্য প্রকাশিত ‘হায়েনা এক্সপ্রেস’ গানের বার্তা প্রসঙ্গে বাংলানিউজের কাছে কথাগুলো বললেন ব্যান্ডটির ভোকাল প্রবর রিপন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে গ্লোবাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে ‘হায়েনা এক্সপ্রেস’ নামের অ্যালবাম নিয়ে হাজির হয় ব্যান্ড সোনার বাংলা সার্কাস। কিন্তু করোনা পরিস্থিতির কারণে প্রকাশনা উৎসব আটকে যায়। তাই লাইভ কনসার্টের মাধ্যমে অ্যালবামের গানগুলো আলাদা আলাদা করে প্রকাশের সিদ্ধান্ত নেয় ব্যান্ড সদস্যরা।  

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সেই সিদ্ধান্তের বাস্তবায়ন ঘটলো। হ্যাঁ, ওইদিন ব্যান্ডটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় অ্যালবামের টাইটেল ট্র্যাক ‘হায়েনা এক্সপ্রেস’।

প্রবব রিপন আরও বলেন, ‘করোনা আতঙ্কের কারণে অ্যালবাম প্রকাশনার বিকল্প আয়োজন আমাদের ‘লাইভ সার্কাস’। কোনো দর্শক ছাড়া লাইভ কনসার্টের মতো এক টেকে সব ভিডিও, অডিও রেকর্ডিং, আনকাট ভিডিও, অডিও কোনো ওভারডাব নেই। অ্যালবামের অন্য গানগুলোও একটি একটি করে এভাবে প্রকাশ করবো। ’

২০১৮ সালের মে মাসে গঠিত হয় ব্যান্ডদল ‘সোনার বাংলা সার্কাস’। ব্যান্ডটির প্রথম পূর্ণাঙ্গ অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’। এটি একটি কন্সেপচুয়্যাল অ্যালবাম, যেখানে মানুষের আধ্যাত্মিক প্রতিধ্বনি, মানবিক অনুভূতি-অনুধাবন, বিভিন্ন পরিস্থিতির প্রকাশ ও নাটকীয়তা তুলে ধরা হয়েছে। অ্যালবামের গান সংখ্যা ৯।

ব্যান্ডদল ‘সোনার বাংলা সার্কাস’র সদস্যরা হলেন: প্রবর রিপন (ভোকাল অ্যান্ড গিটার) শ্বেত পাণ্ডুরাঙ্গা ব্লুমবার্গ (গিটার), দেওয়ান এনামুল হাসান রাজু (ড্রামার), শাকিল হক (বেজ গিটার) ও সাদ চৌধুরী (কি-বোর্ড)।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।