ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

এক ফ্রেমে বিরাট কোহলির সমস্ত জগত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৫, সেপ্টেম্বর ১৪, ২০২০
এক ফ্রেমে বিরাট কোহলির সমস্ত জগত

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মা। তাদের কোলে বহু প্রতীক্ষিত সন্তান আসার ঘোষণা দিয়েছেন গত মাসেই।

রোববার (১৪ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে আনুশকা শর্মা মনোরম একটি বেবি বাম্প ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, সমুদ্রসৈকতে মুগ্ধ দৃষ্টিতে নিজের গর্ভ স্পর্শ করে তাকিয়ে আছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘নিজের মধ্যে নতুন প্রাণসৃষ্টির অভিজ্ঞতার চেয়ে বাস্তব ও মনোরম আর কিছুই নেই। এটাই যদি নিজের নিয়ন্ত্রণে না থাকে, তাহলে থাকবেটা কি?’

ছবিটি শেয়ার করার পরপরই ভক্ত-অনুরাগীদের মধ্যে দ্রুত আলোড়ন তোলে। শুভেচ্ছায় সিক্ত করেন তারকারাও। তবে সবার নজরে ছিল বিরাট কোহলির কমেন্টটি।

টিম ইন্ডিয়ার অধিনায়কের ভাষায় ‘আমার সমস্ত দুনিয়া এক ফ্রেমে ধরা পড়েছে। ’ মাত্র ছোট একটি বাক্য দিয়েই যেন বিরাট তার বিরাট অনুভূতিকে প্রকাশ করলেন। আর তাই এ কমেন্টটিকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাসও দেখা গেছে।

বিরাট ও আনুশকা এখন দুবাই আছেন। আইপিএল টিম র‌য়্যাল চ্যালেঞ্জারস বাঙ্গালোরের ক্যাপ্টেন হিসেবে এখন প্রস্তুতি নিতে ব্যস্ত বিরাট। আর আনুশকাও দারুণ কিছু সময় কাটাচ্ছেন অধিনায়কের সঙ্গে।  

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।