ভারতবর্ষের প্রথম সুপারহিরো ‘শক্তিমান’। নব্বইয়ের দশকে সাড়া জাগানো এই টিভি সিরিজ এবার সুপারহিরো ট্রিলজি হয়ে আসছে বড় পর্দায়।
ভারতীয় টিভি চ্যানেল দূরদর্শনে ১৯৯৭ থেকে ২০০৫ পর্যন্ত ধারাবাহিকভাবে প্রচার হয় সুপারহিরো শো ‘শক্তিমান’। এই বিখ্যাত সুপারহিরো চরিত্রে অভিনয় করেছিলেন মুকেশ খান্না। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ৬২ বছর বয়সী এই অভিনেতা জানান, সুপারহিরো ট্রিলজি হয়ে বড় পর্দা কাঁপাতে আসবে ‘শক্তিমান’।
মুকেশ খান্না বলেন, পৃথিবীকে জানিয়ে দেওয়ার সময় এসেছে যে, নতুন অবতারে আসছে ‘শক্তিমান’। আমি আনুষ্ঠানিকভাবেই বলছি, তিনটি সিনেমা হয়ে ‘শক্তিমান ২’ আসছে শিগগিরই। সেটা টিভি চ্যানেলে নয়, ওটিটি প্ল্যাটফর্মেও নয়, এটি আসবে বড় পর্দায়।
তিনি জানান, বিস্তারিত ধাপে ধাপে জানানো হবে। বড় একটি নির্মাতা প্রতিষ্ঠানের সাথে তিনি ইতোমধ্যে যুক্ত হয়েছেন। তবে অভিনয়ে কারা থাকবেন সে বিষয়ে এখনই কোনো ঘোষণা নেই।
মুখেশ খান্না আরও বলেন, ‘শক্তিমান’ ঋত্বিক রোশনের সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘কৃষ’ কিংবা শাহরুখ খানের ‘রা ওয়ান’র চেয়েও অনেক বড় হবে। সিনেমাটির প্রথম কিস্তির নির্মাণ কাজ শুরু হবে আগামী বছরেই।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২০
এমকেআর