ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দেশে ফিরে বাবা শক্তি ঠাকুরের শ্রাদ্ধে যোগ দিলেন মোনালি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
দেশে ফিরে বাবা শক্তি ঠাকুরের শ্রাদ্ধে যোগ দিলেন মোনালি বাবা শক্তি ঠাকুরের মৃত্যুর তিনদিন পর স্বামীকে নিয়ে শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দেন মোনালি

গত সপ্তাহে বর্ষীয়ান গায়ক-অভিনেতা শক্তি ঠাকুরের মৃত্যুর সময় তাঁর ছোট মেয়ে গায়িকা মোনালি ঠাকুর ছিলেন সুইজারল্যান্ডে স্বামীর কাছে। ফলে বাবার অন্তেষ্টিক্রিয়ার আগে শেষ দেখা হয়নি তার।

গত সোমবার (৫ অক্টোবর) হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন কিংবদন্তি সংগীতশিল্পী শক্তি ঠাকুর। সেদিন ভোরেই সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য।  

আরও পড়ুন: প্রয়াত হলেন অভিনেতা-গায়ক শক্তি ঠাকুর

বাবার মৃত্যুর খবর পেয়ে সেদিনেই মোনালি ঠাকুর স্বামী মাইককে নিয়ে সুইজারল্যান্ড থেকে রওনা হন ভারতের উদ্দেশ্যে। এসে পৌঁছান ৭ অক্টোবর। তারপর নিয়মরীতি মেনে মৃত্যুর তিনদিন পর বাবার শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দেন দু’জনে।

দীর্ঘ লকডাউন জুড়ে মোনালি স্বামীর সঙ্গে বিদেশেই ছিলেন। কখনও সাইক্লিং করে, কখনও ঘুরে বেড়িয়ে অবসর উপভোগ করেছেন গায়িকা। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই আসে দুঃসংবাদ। তারপরেই তড়িঘড়ি দেশে ফেরা।

বাবার মৃত্যুতে ভেঙে পড়েছেন মোনালি। ইনস্টাগ্রামে বাবাকে নিয়ে দীর্ঘ পোস্ট শেষে লিখেছেন, ‘তোমার ছোটন তোমার কাছে আসবে ঠিক সময় মতো। আবার দেখা হবে। অনেক আদর। ’ বাবাহীন জীবন যেন মেনে নিতে পারছেন না গায়িকা।

ছোট মেয়ে মোনালির বাংলা ও হিন্দি গানের জগতে অপরিসীম খ্যাতিতে খুশি ছিলেন কিংবদন্তি গায়ক শক্তি ঠাকুর। তাঁর বড় মেয়ের কথায়, ‘বোনকে নিয়ে বাবা ভীষণ তৃপ্ত। বলতেন, আমি যা করতে পারিনি, মোনালি করে দেখিয়ে দিল। জীবন সার্থক। ’ 

মোনালির কাছে বাবাই তার সব চেয়ে বড় শিক্ষক, সমালোচক। বাবাকে হারিয়েছেন এ কথা যেন বিশ্বাস করেন না তাঁর ‘ছোটন’। বাবার স্মৃতিকে সঙ্গে রেখেই এবার তার নতুন পথ চলা শুরু।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Sri Sakti Thakur.. my father, my all.. the core of my existence, my biggest critic and cheerleader and my Teacher.. the Angelic hand above my head.. amar Baba.. physically left us yesterday.. I had never seen a more kind hearted and a more humble person in my life.. not jack of all trades but truly master of many.. his humility surprised me throughout my life.. a brain too efficient for others to catch up to him.. I started dreaming because of you Baba.. seeing you spread magic with your talent and spirit and cheerfulness.. your strength made me want to be strong like you.. I am a heartbroken but an immensely proud daughter Baba.. And I will make you proud with everything I do in life.. I will continue following your steps and will only spread love.. I am and always will be forever grateful to you for your priceless, unparalleled Love that you gave me.. And I know there is no one else on earth who can love me the way you have loved me and you still do.. even while leaving you gave us no trouble.. you went away like a King! I Love You so much Baba.. I feel you around me coz you are my Angel, protecting me from everything negative.. giving me wisdom.. I feel you more now.. Chhotu will be strong for you Baba..!! Amar Pronam tomake.. Mother Nature kept my prayers and didn’t make you suffer.. you went peacefully.. because Almighty takes care of such rare beautiful souls like you.. Amar Baba.. bhalo thheko.. Tomar Chhoton tomar kaachhe aashbe thik shomoy moto.. abar dekha hobe.. onek aador.. ?❤️?????????? .. . . #lost #my #lifeline my #hero my #father #heartattack #dont #know #how #to #bear #the #pain

A post shared by Monali Thakur (@monalithakur03) on Oct 5, 2020 at 1:54am PDT

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।