ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

৪ দশক পর চীনে মুক্তি পাচ্ছে পাকিস্তানি সিনেমা 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
৪ দশক পর চীনে মুক্তি পাচ্ছে পাকিস্তানি সিনেমা  ৪ দশক পর চীনে মুক্তি পাচ্ছে পাকিস্তানি সিনেমা 

প্রায় ৪০ বছর পর চীনে মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানি একটি সিনেমা। আগামী ১৩ নভেম্বর চীনের প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘পারওয়াজ হ্যায় জুনুন’ নামের সিনেমাটি।

এটি পরিচালনা করেছেন হাসিব হাসান। পাকিস্তানের একজন বিমান সেনাকে নিয়ে তিনি নির্মাণ করেছেন ‘পারওয়াজ হ্যায় জুনুন’ নামের এই সিনেমা। এতে দেখা যাবে, জেএফ-১৭ ফাইটার জেট ওড়ানোর স্বপ্ন দেখেন গল্পের নায়ক।

২০১৮ সালে পাকিস্তানে মুক্তি পায় ‘পারওয়াজ হ্যায় জুনুন’। এটি পাকিস্তানি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে সে বছর। আলোচিত এই সিনেমাটি এবার দেখার অপেক্ষায় চীনা দর্শকরা।  

সিনেমা মুক্তির চেয়ে প্রাসঙ্গিক হলো, এর মাধ্যমে দুটি দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও ঘনীভূত হওয়ার ঈগিত।  

কূটনৈতিক মহলের একাংশের মতে, ভারতকে চাপে রাখার জন্য চীনের কৌশলই হলো পাকিস্তানকে কেন্দ্র করে এই সাম্প্রতিক তৎপরতা।  

ভারতের উদ্বেগ বাড়িয়ে গত বছর পাকিস্তানি নৌবাহিনীর হাতে যুদ্ধজাহাজ বিধ্বংসী আধুনিক ক্ষেপণাস্ত্র সিএম-৩০২ তুলে দিয়েছে চীন। ভারতীয় ব্রহ্মস ক্ষেপণাস্ত্র আসার পর এর কাছাকাছি ৩০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র পাকিস্তানকে দেয় চীন।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।