ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ফরাসি পণ্য বর্জনের আহ্বান ফারিয়ার!

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
ফরাসি পণ্য বর্জনের আহ্বান ফারিয়ার! নুসরাত ফারিয়া

বিশ্বব্যাপী ফ্রান্সের পণ্য বয়কট ও বিক্ষোভ চলছে। এর কেন্দ্রবিন্দুতে রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

তার বিরুদ্ধে ইসলাম ধর্ম ও হযরত মুহাম্মদকে (সাঃ) অপমানের জেরে ক্ষোভে ফুঁসছে মুসলিম বিশ্ব।

তীব নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বেশ কয়েকটি আরব বাণিজ্য সমিতি ফরাসি পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে। সেই ডাকে সাড়া দিয়েছে বাংলাদেশও। বিশ্বের অনেক মুসলিম তারকারাও ফরাসি পণ্য বর্জন করে অন্যদেরকেও উৎসাহিত করছেন।

সেই ধারবাহিকতায় এবার ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানালেন দেশীয় সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। জানালেন, ফরাসি ব্র্যান্ডের একটি দামি ঘড়িও ফেলে দিচ্ছেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) এক ফেসবুক স্ট্যাটাসে এই অভিনেত্রী লেখেন, ‘আমি ফরাসি ব্র্যান্ডের কার্টিয়ে ঘড়িটি ফেলে দিচ্ছি। ’ 

এরপর হ্যাশট্যাগের মাধ্যমে ফরাসি পণ্য বর্জনের ডাক দিয়েছেন নায়িকা। তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন হাজার হাজার ফলোয়ার। অনেকে আবার সে পোস্টে ‘হা হা’ রিয়্যাক্টও দিয়েছেন।

নুসরাত ফারিয়া বর্তমানে ব্যস্ত আছেন ‘পাতালঘর’ নামের একটি সিনেমার শুটিং নিয়ে। পাশাপাশি ৭ নভেম্বর থেকে ওয়েব ফিল্ম ‘যদি... কিন্তু... তবুও’র শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।