ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ইউটিউবে গান প্রকাশ নিয়ে পারভেজকে আইনি নোটিশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ১, ২০২০
ইউটিউবে গান প্রকাশ নিয়ে পারভেজকে আইনি নোটিশ কণ্ঠশিল্পী পারভেজ সাজ্জাদ

কণ্ঠশিল্পী পারভেজ সাজ্জাদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন সিজি ওয়ার্ল্ড ফিল্মস নামের একটি প্রতিষ্ঠানের মালিক মঈনুল ইসলাম। তার বিরুদ্ধে মালিকানা বিহীন গান ইউটিউবে প্রকাশের অভিযোগে আনা হয়েছে।

মঈনুল ইসলামের পক্ষে নোটিশটি পাঠিয়েছেন জজ কোর্টের অ্যাডভোকেট মীর্জা রাকিব হারুন।  

গত ১৯ অক্টোবর পাঠানো নোটিশে উল্লেখ করা হয়েছে, সিজি ওয়ার্ল্ড প্রযোজিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাত রঙের ভালোবাসা’তে পারিশ্রমিকের বিনিময়ে পারভেজকে কয়েকটি গান গাওয়ার সুযোগ দেন মঈনুল ইসলাম। এর মধ্যে ‘নেশা নেশা’ শিরোনামের একটি গান লিখেছেন প্রদীস সাহা এবং সুর-সংগীত পরিচালনা করেছেন আব্দুল করিম সিরাজী (ডিজে আকস)। এ গানটিতে পারভেজের সঙ্গে কণ্ঠ দেন ভারতীয় সংগীতশিল্পী নেহা কক্কার। এই গানের সম্পূর্ণ খরচ বহন করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান।  

গানটির অডিও কপি ছিল পারভেজ ও ডিজে আকসের কাছে। এই দুইজন প্রযোজকের বিনা অনুমতিতে গানটি ইউটিউবে আপলোড করেছেন। ফলে সিনেমার প্রযোজক আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং এর পরিমাণ আনুমানিক দেড় কোটি টাকা। ফলে নোটিশ দেওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে পারভেজ ও ডিজে আকসের প্রতি আর্থিক ক্ষতিপূরণ দেওয়া ও ইউটিউব থেকে গানটি অপসারণ করার জন্য বলা হয়েছে। এর ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে বলেও জানানো হয়।  

এদিকে বিষয়টি অস্বীকার করে পারভেজ বলেন, ‌এটা নিছক আমাকে হেয় করার চেষ্টা ছাড়া আর কিছুই না। আমার নামে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। তিনি আমার নাম ভাঙ্গিয়ে হয়তো আলোচনায় আসতে চাইছেন।  

পারভেজ আইনি প্রক্রিয়ায় বিষয়টি মোকাবিলা করবেন বলেও জানান।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।