ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

প্রথমবার সৌমিত্রকে প্লাজমা থেরাপি, শারীরিক অবস্থা স্থিতিশীল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৯, নভেম্বর ১৩, ২০২০
প্রথমবার সৌমিত্রকে প্লাজমা থেরাপি, শারীরিক অবস্থা স্থিতিশীল সৌমিত্র চট্টোপাধ্যায়

প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে এখনও তার সংকট কাটেনি।

প্লাজমার মাত্রা বৃদ্ধির জন্য প্রথমবার তার প্লাজমা থেরাপিও করা হয়েছে।  

বৃহস্পতিবার (১২ নভেম্বর) হাসপাতাল সূত্রে একথা জানানো হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, ভালোভাবেই ‘প্রথম দফার’ প্লাজমাফেরেসিস (প্লাজমা থেরাপি) করা হয়েছে সৌমিত্রের। বাহ্যিক কোনও রক্তক্ষরণ হয়নি। চিকিৎসক বলেন, ‘যদিও তার রক্তচাপ সামান্য পড়েছিল, যা সহজেই ঠিক করা সম্ভব হয়েছে। বিকেলে (১২ নভেম্বর) আমরা আবারও সিটি স্ক্যান করেছি। তাতে কোনও অস্বাভাবিকতা মেলেনি। তিনি এখন স্থিতিশীল আছেন এবং তার রক্তচাপও এখন ঠিকঠাক আছে। ’

৮৫ বছর বয়সী সৌমিত্রের শরীরে জ্বর ছিল। ওই চিকিৎসক বলেন, ‘প্লাজমা দেওয়ার কারণে সেটা হতে পারে। সেটার কারণে জ্বর হতে পারে। আমরা ভেবেছিলাম, প্লাজমার সময় ভালোমতো রক্তক্ষরণ হতে পারে। তবে তা হয়নি। ’ 

তিনি জানান, সৌমিত্রের এক দিন ডায়ালিসিস করা হবে। অন্যদিন প্লাজমা থেরাপি করা হবে।

এর আগে বুধবার (১১ নভেম্বর) অভিনেতার শ্বাসনালিতে অস্ত্রোপচার বা ট্রাকিওস্টমি করা হয়েছিল। সেই প্রক্রিয়ায় অস্ত্রোপচার করে শ্বাসনালীতে (ট্রাকিয়া) ট্রাকিওস্টোমি টিউব স্থাপন করা হয়ে থাকে। যাতে নাক-মুখের বদলে গলায় থাকা ওই টিউবের মুক্ত প্রান্তের মধ্য দিয়ে শ্বাস-প্রশ্বাস হয়।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।