ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শিব সেনায় যোগ দিয়েই কঙ্গনাকে উর্মিলার তোপ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
শিব সেনায় যোগ দিয়েই কঙ্গনাকে উর্মিলার তোপ কঙ্গনা রনৌত ও উর্মিলা মাতন্ডকর

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার শিব সেনাতে যোগ দিয়েছেন বলিউডের ‘রঙ্গিলা’খ্যাত অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। আর তারপরই তিনি মুখ খুললেন কঙ্গনা রনৌত সম্পর্কে।

 

বিতর্কের শিরোমণি বলিউড তারকা কঙ্গনা সম্পর্কে উর্মিলার সংক্ষিপ্ত মূল্যায়ন, অযথা গুরুত্ব দেওয়া হচ্ছে কঙ্গনাকে। অকারণে তার সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে পড়তেও তার আগ্রহ নেই।

খুব বেশিদিন আগের কথা নয়। স্বভাবসুলভ বিতর্ক বাঁধিয়ে উর্মিলাকে ‘সফট পর্নস্টার’ বলে বসেছিলেন কঙ্গনা। অনেকেই মনে করেছিলেন, শিব সেনায় যোগ দিয়ে হয়তো মুখ খুলবেন উর্মিলা। কিন্তু তিনি সাফ জানালেন অকারণে কোনও বিবাদ তিনি চান না।  

উর্মিলার কথায়, ‘আমি ওর সঙ্গে কোনও বাকযুদ্ধ চাই না। ওর খুব একটা ভক্তও নই আমি। আমার মনে হয় ওকে নিয়ে অযথা অনেক বেশি কথা বলেছি আমরা। সুতরাং আর কিছু বলতে চাই না। আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি, যেখানে সকলেরই বাকস্বাধীনতা রয়েছে। যার যা খুশি বলতে পারে। ’

এদিন এড়িয়ে গেলেও উর্মিলার সঙ্গে কঙ্গনার প্রবল বাকযুদ্ধ হয়েছিল সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে। প্রয়াত অভিনেতার মৃত্যুর সঙ্গে মাদক যোগ নিয়ে সেই সময় তোলপাড় বলিউড। তখনই কঙ্গনাকে কটাক্ষ করে উর্মিলা বলেছিলেন, ‘কঙ্গনার তো জানা উচিত হিমাচলেই ড্রাগের জন্ম। নিজের ঘর থেকেই সাফাই অভিযান শুরু করা উচিত ওর। ’ 

এর জবাবেই উর্মিলাকে ‘সফট পর্ন তারকা’ বলে আক্রমণ করেন কঙ্গনা। যদিও উর্মিলার দাবি, কাউকে সমালোচনা করার জন্য তিনি ওই সাক্ষাৎকার দেননি। তার সাক্ষাৎকারের কেবল একটি অংশমাত্র ছিল ওটা। এ নিয়ে আর বিতর্ক বাড়াতে চাননি ‘রঙ্গিলা’ অভিনেত্রী।
 
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই জল্পনা ছিল উর্মিলার শিব সেনায় যোগ দেওয়ার বিষয়টি। গত রোববার (২৯ নভেম্বর) কার্যত নিশ্চিত হয়ে যায়, শিব সেনাতে যোগ দিতে চলেছেন তিনি। কিন্তু অভিনেত্রী নিজেই সেই জল্পনা তখন উড়িয়ে দেন। এর দু’দিন পরেই জল্পনাকে সত্যি করে মঙ্গলবারেই শিব সেনায় যোগ দেন উর্মিলা।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।