ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রূপঙ্কর বাগচীর সঙ্গে গাইলেন রানু মণ্ডল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
রূপঙ্কর বাগচীর সঙ্গে গাইলেন রানু মণ্ডল রূপঙ্কর বাগচী ও রানু মণ্ডল

এবার পশ্চিমবঙ্গের নন্দিত সংগীতশিল্পী রূপঙ্কর বাগচীর সঙ্গে গাইলেন সময়ের আলোচিত তারকা রানু মণ্ডল। মূলত ডিজিটাল একটি কনসার্টে তাদের একসঙ্গে একটি গান গাইতে দেখা যাবে।

রানু মণ্ডল তারকাখ্যাতি পেয়েছিলেন অতীন্দ্র চক্রবর্তীর হাত ধরে। রূপঙ্কর-রানুর একসঙ্গে গাওয়া প্রসঙ্গে তিনি জানান, ডিজিটাল এই কনসার্টের রেকর্ডিংয়ে রানু গাইবেন- আশা ও লতার গান। একটি গানে সুর মেলাবেন রূপঙ্কর-রানু। খুব তাড়াতাড়ি অনুষ্ঠানটি দেখা যাবে। এরই মধ্যে রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

ভারতের রানাঘাট স্টেশন চত্বরে লতা মঙ্গেশকরের ‘এক পেয়ার কা নাগমা হে’ শীর্ষক গান গেয়ে রীতিমতো নজর কেড়েছিলেন নেটিজেনদের। সরাসরি স্টেশন থেকে জায়গা করে নিয়েছিলেন মুম্বাইয়ের রেকর্ডিং স্টুডিওতে।

হিমেশের মতো শিল্পীর সঙ্গে একটি গান করেন রানু মণ্ডল। কিন্তু তারপর কেটে গেছে অনেকটা সময়। লোকচক্ষুর অন্তরালে রানু। তাকে ফের ফিরে যেতে হয়েছে রানাঘাট স্টেশনে।

করোনা মহামারি আকারে ছড়িয়ে যাওয়ার জেরে লকডাউনের সময় জানা যায়, নিজের পুরনো বাড়িতে ফিরে গেছেন রানু মণ্ডল এবং সেখানে তিনি খুব সাধারণ জীবন-যাপন করছেন।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।