ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

১৬ ডিসেম্বর অনন্ত হিরার ‘মেজর’ নাটকের উদ্বোধনী প্রদর্শনী

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২০
১৬ ডিসেম্বর অনন্ত হিরার ‘মেজর’ নাটকের উদ্বোধনী প্রদর্শনী অনন্ত হীরা ও মেজর নাটকের পোস্টার

মঞ্চে নতুন নাটক আনছে দেশের অন্যতম সেরা নাট্যদল ‘প্রাঙ্গণেমোর’। অনন্ত হিরার রচনা ও নির্দেশনায় এই নাটকের নাম ‘মেজর’।

মহান বিজয় দিবসের (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় মহিলা সমিতির মঞ্চে হচ্ছে এ নাটকের উদ্বোধনী প্রদর্শনী। ১৮ ডিসেম্বর নাটকটির দ্বিতীয় প্রদর্শনী হবে শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে। দুটি প্রদর্শনীই যৌথভাবে মঞ্চস্থ করছে নাট্যদল ‘প্রাঙ্গণেমোর’ ও ‘শব্দ নাট্যচর্চা’। এছাড়া ১৪ ও ১৫ ডিসেম্বর নাটকটির কারিগরি প্রদর্শনী হবে বেইলি রোডের মহিলা সমিতির নিলীমা ইব্রাহিম মিলনায়তনে।

এ নাটক প্রসঙ্গে গুণী নাট্যকার-নির্দেশক, মঞ্চাভিনেতা অনন্ত হিরা বলেন, ‘প্রথমেই বলে রাখছি, ‘মেজর’ সময়োপযোগী সবচেয়ে সাহসী বিষয় নির্বাচন আমার। এই বিষয় নিয়ে আগে কখনো চলচ্চিত্র, টিভি নাটক ও থিয়েটারে কিছুই হয়নি। আশা করছি, দর্শকের ভালো লাগবে। '

এ নাটকের অভিনয়ে দেখা যাবে- অনন্ত হিরা, নূনা আফরোজ, আউয়াল রেজা, রওশন জান্নাত রুশনী, সুমন মল্লিক ও বাঁধন সরকার।

এর আগে অনন্ত হিরা প্রাঙ্গণেমোরের হয়ে- শ্যামাপ্রেম, লোকনায়ক, আওরঙ্গজেব, ঈর্ষা, কনডেমড সেল, মাইকেল মধুসূদন, তৃতীয় একজন, হাসনজানের রাজা’র মতো সফল মঞ্চনাটক উপহার দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।