ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শফি মণ্ডলের কণ্ঠে ‘মাতাল ঘ্রাণ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
শফি মণ্ডলের কণ্ঠে ‘মাতাল ঘ্রাণ’ শফি মণ্ডল

একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত হচ্ছে সিনেমা ‘হায়দার’। এর একটি গানে কণ্ঠ দিয়েছেন প্রখ্যাত বাউলশিল্পী শফি মণ্ডল।

 

সম্প্রতি তার কণ্ঠের গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটি লিখেছেন সিনেমাটির পরিচালক রুবেল আনুশ। আর সুর ও সংগীতায়োজন করেছেন সোহেল রাজ।  

শফি মণ্ডল বলেন, সিনেমায় গান গাওয়ার সময় চোখের সামনে কিছু চরিত্র ঘুরে বেড়ায়। তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে গাইতে হয়। বেশ আরাম করে ‘মাতাল ঘ্রাণ’ গানটি গেয়েছে। হৃদয়গ্রাহী কথা, সুর।

‘হায়দার’ নির্মিত হচ্ছে সমসাময়িক ঘটনার উপর ভিত্তি করে। সামাজিক বার্তাসহ বিনোদনের সব ধরনের উপকরণ এতে থাকবে বলে জানিয়েছেন নির্মাতা।  

সিনেমাটিতে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, আশীষ খন্দকার, রোকেয়া জাহান চমক, মামুন, সেতু, ইকবাল প্রমুখ। এরইমধ্যে এর শুটিং সম্পন্ন হয়েছে।

সিনেমাটির সবগুলো গানের সুর ও সংগীতায়োজন করেছেন সোহেল রাজ। গানগুলোতে কণ্ঠ শফি মণ্ডলসহ আরও কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী সালমা ও মিলন মাহমুদ।

নির্মাতা জানান, ‘হায়দার’ চলতি বছর একটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে।  

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।