ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সর্বোচ্চ সংখ্যক প্রেক্ষাগৃহে আসছে তৌকীরের ‘স্ফুলিঙ্গ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
সর্বোচ্চ সংখ্যক প্রেক্ষাগৃহে আসছে তৌকীরের ‘স্ফুলিঙ্গ’

করোনাকালীন সময়ে নন্দিত নির্মাতা তৌকীর আহমেদের নতুন সিনেমা ‘স্ফুলিঙ্গ’ মুক্তি পেতে চলেছে সর্বোচ্চ সংখ্যক প্রেক্ষাগৃহে। সম্প্রতি যেসব সিনেমা মুক্তি পেয়েছে সেগুলো কোনোটি ২০ টি বা আবার কোনোটি ২৫ টি সিনেমা মুক্তি পেয়েছে, তবে ‘স্ফুলিঙ্গ’ মুক্তি পাচ্ছে ৩৫টি সিনেমা হলে।

সিনেমাটির পরিবেশনা প্রতিষ্ঠান দ্য অভি কথাচিত্রের কর্ণধার অভি গণমাধ্যমকে জানিয়েছেন, মোট ৩৫ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘স্ফুলিঙ্গ’। মঙ্গলবার পর্যন্ত ৩০টি হল চূড়ান্ত ছিল। তবে আজ বুধবার আরো পাঁচটি প্রেক্ষাগৃহ বেড়েছে। এর মধ্য দিয়ে প্যান্ডামিকে ‘স্ফুলিঙ্গ’ সর্বোচ্চ সিনেমা হল পেল।

এদিকে, জটিলতা কাটিয়ে ১ সপ্তাহ পিছিয়ে ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘স্ফুলিঙ্গ’। নির্মাতা তৌকীর আহমেদ মুক্তির বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেছেন, ‘২৬ মার্চ ভালো একটা দিন। আমার ছবিটি বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, ব্যান্ডসংগীত ও নতুন প্রজন্মের কথা বলবে। সেক্ষেত্রে এদিন ছবিটি মুক্তি পাবে বলে ভালো লাগছে। ’

তারকাবহুল এই সিনেমার চারটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, পরীমণি, শ্যামল মাওলা ও জাকিয়া বারী মম। আরও অভিনয় করেছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুর মতো শিল্পীরা। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।