ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ছাড়পত্র পেল ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, ২ এপ্রিল মুক্তি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
ছাড়পত্র পেল ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, ২ এপ্রিল মুক্তি ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমার পোস্টার

২৬ মার্চ মহান স্বাধীনতার রজতজয়ন্তীতে মুক্তি পাওয়ার কথা ছিল শান্ত খান ও দীঘি জুটির প্রথম সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। গত ১৪ মার্চ সেন্সর বোর্ডের ছাড়পত্রও পেলেও সেটি স্থগিত করায় মুক্তি আটকে যায় সিনেমাটির।

পুনরায় সেন্সর বোর্ডে প্রদর্শনের পর কিছু অংশ সংশোধন সাপেক্ষে চূড়ান্ত ছাড়পত্র পেল সিনেমাটি। মঙ্গলবার (২৩ মার্চ) এই ছাড়পত্র দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন।

এরই মধ্যে সিনেমাটি মুক্তির নতুন তারিখ ২ এপ্রিল ঘোষণা করা হয়েছে। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে ছবির নায়ক শান্ত খান বলেন, ‘আজকে সেন্সর সনদ হাতে পেয়েছি। আগামী ২ এপ্রিল সিনেমাটি মুক্তি দেওয়া হবে। ’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত এ সিনেমার চিত্রনাট্য করেছেন শামীম আহমেদ রনী। সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান। আর বেগম ফজিলাতুন্নেছা মুজিব চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি।  

শাপলা মিডিয়ার ব্যানারে এটি প্রযোজনা করেছেন পিংকি আক্তার। ডিজিটাল ফরমেটে তৈরি এ সিনেমার ব্যাপ্তিকাল ২ ঘণ্টা ১২ সেকেন্ড। সিনেমাটি পরিচালনা করেছেন সেলিম খান। এমনটাই উল্লেখ করা হয়েছে সেন্সর ছাড়পত্রে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।