ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

বৃষ্টিতে ভিজে কুকুরদের খাবার দিলেন প্রাণীপ্রেমি সায়ন্তিকা 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২০, মে ২৭, ২০২১
বৃষ্টিতে ভিজে কুকুরদের খাবার দিলেন প্রাণীপ্রেমি সায়ন্তিকা 

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে বুধবার (২৬ মে)। যার প্রভাবে অনবরত বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে।

আর এই বৃষ্টি মাথায় নিয়ে কুকুরদের খাবার দিতে ঘর থেকে বেড়িয়ে পড়েছেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি।

সারা কলকাতা শহর ঘুরে ঘুরে পথকুকুরদের খাবার দিয়েছেন তিনি। সে সময়কার ভিডিও নিজেই শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। ক্যাপশনে লেখেন, ‘এখন নয় তো কখন?’

ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়িতে করে বিভিন্ন জায়গায় খাবার নিয়ে যাচ্ছেন সায়ন্তিকা। এরপর নিজ হাতেই কুকুরদের খাবার খাওয়াচ্ছেন। এছাড়া অসহায় শিশুদেরও সাহায্য করছেন তিনি।

সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রের জন্য লড়েছিলেন সায়ন্তিকা। কিন্তু জয়ের দেখা পাননি এই তৃণমূল প্রার্থী। কিন্তু হেরে গিয়েও সমাজসেবা থেকে দূরে নেই তিনি।  

২০০৯ সালে স্বপন সাহা পরিচালিত ‘ঘর সংসার’ সিনেমার মাধ্যমে টলিউড অভিষেক ঘটে সায়ন্তিকার। এরপর একের পর কাজ করে নিজের অবস্থান শক্ত করে নেন এই তারকা। সম্প্রতি তার বাবা করোনা আক্রান্ত হয়েছিলেন, কিন্তু সুস্থ আছেন ‘আমি যে কে তোমার’খ্যাত অভিনেত্রী।

 

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, মে ২৭, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।