ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

মা হচ্ছেন নুসরাত! স্বামী বললেন, ‘সন্তান আমার নয়’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩০, জুন ৪, ২০২১
মা হচ্ছেন নুসরাত! স্বামী বললেন, ‘সন্তান আমার নয়’

রূপালি জগতের অনেকেই বিভিন্ন কারণে বারবার খবরের শিরোনামে চলে আসেন। এমনই একজন হলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী তৃণমূল এমপি নুসরাত জাহান।

 

প্রেম বিয়ে সংসার রাজনীতি এসব নিয়েই তিনি আলোচনায় থাকেন। এবার জানা গেল তিনি মা হতে চলেছেন।  

শুক্রবার সকাল থেকেই তার মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে টালিপাড়ায়। যদিও এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি নুসরাত।  

তার ঘনিষ্ঠমহল সূত্রে ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, অভিনেতা যশ দাশগুপ্ত এবং নুসরাতের জীবনে আসতে চলেছে নতুন অতিথি। এক মাস আগেই এই সুখবর পেয়েছেন তারা।  

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নুসরাতের স্বামী নিখিল জৈন। তিনি বলেছেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। ওর সঙ্গে দীর্ঘদিন আমার কোনো সম্পর্ক নেই। এই সন্তান আমার নয়।

গত কয়েক মাস ধরেই নুসরাতের সংসার নেই। আইনিভাবে বিচ্ছেদ না হলেও দুজন আলাদা থাকেন। এই ফাঁকে অভিনেতা যশের সঙ্গে জমে উঠেছে প্রেম। তাদের সে প্রেম আর গোপন থাকেনি।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জুন ০৪, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।