প্রায় এক বছর পর পর্দায় ফিরেছেন বিদ্যা বালান। ফিরেই মাত করলেন এই বলিউড অভিনেত্রী।
ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে গত সপ্তাহে মুক্তি পেয়েছে বিদ্যার ‘শেরনি’। মুক্তির পর সিনেমাটি দারুণ সাড়া ফেলেছে। দর্শকদের সঙ্গে সঙ্গে এটি প্রশংসা পাচ্ছে সিনেমা সমালোচকদেরও। অভিনয় দিয়ে বিদ্যা নজর কেড়েছেন সবার।
বেশিরভাগ দর্শক মনে করছেন, প্রকৃতি ও বন্যপ্রাণীদের সমস্যা নিয়ে এতো ভালো সিনেমা এর আগে আর হয়নি। যে গুরুত্বপূর্ণ বার্তা নির্মাতারা তুলে ধরতে চেয়েছেন তা প্রশংসনীয়। অনেকের মতে এটি ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত সেরা সিনেমার একটি!
‘শেরনি’ পরিচালনা করেছেন ‘নিউটন’খ্যাত অমিত মাসুরকর। সিনেমাটিতে বিদ্যা ছাড়াও রয়েছেন বিজয় রাজ, নীরজ কবি, ব্রীজেন্দ্র কালরা, ইলা অরুণ, শরৎ সাক্সেনা। প্রযোজনায় রয়েছে টি-সিরিজ এবং অরুন্ধতিয়া এন্টারটেইনমেন্ট।
বনবিভাগের অফিসারে বিদ্যার চোখ দিয়ে সিনেমাটিতে জঙ্গলের গল্প তুলে ধরেছেন নির্মাতা। ভারতীয় সিনেমায় এই ধরনের গল্প নিয়ে এর আগে খুব একটা কাজ হয়নি।
প্রথমে ‘শেরনি’ মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমা হলে। কিন্তু করোনার কারণে এটি পরে ওটিটিতে মুক্তির সিদ্ধান্ত নেন নির্মাতারা।
এর আগে বিদ্যা বালানকে দেখা গিয়েছিল ‘শকুন্তলা দেবী’ সিনেমায়। এটি ছিল ওটিটিতে মুক্তিপ্রাপ্ত বিদ্যার প্রথম সিনেমা।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুন ২২, ২০২১
জেআইএম