ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

নিশো-তিশার অদ্ভুত প্রেমের গল্প ‘হ্যালো শুনছেন?’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৬, জুন ২৮, ২০২১
নিশো-তিশার অদ্ভুত প্রেমের গল্প ‘হ্যালো শুনছেন?’ নিশো ও তিশা

অভিনেতা আফরান নিশো এবং অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে এক অদ্ভুত প্রেমের গল্পে ‘হ্যালো শুনছেন?’ নামে নির্মিত হয়েছে একটি বিশেষ নাটক। এটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান।

রাসয়াত রহমান জিকোর গল্পে এটি চিত্রনাট্য সিএমভি’র ব্যানারে ঈদ উপলক্ষে ‘হ্যালো শুনছেন?’ নির্মিত হয়েছে।  

নাটকটি সম্পর্কে নির্মাতা আরিয়ান বলেন, ‘এটা অদ্ভুত প্রেমের গল্প। বিশেষ করে ছেলেটার চরিত্র অদ্ভুত। এক বৃষ্টির দিনে একটি টি-স্টলে আটকা পড়েন গল্পের পাত্র-পাত্রী। আমরা গল্পটিকে সত্যি করে তুলতে টানা তিনদিন শুটিং করেছি বৃষ্টির মধ্যে। বৃষ্টি অবশ্য কৃত্রিমভাবে তৈরি। আশা করছি দর্শকদের ভালো লাগবে কাজটি। ’ 

‘হ্যালো শুনছেন?’-এ নিশো-তিশা ছাড়াও অভিনয় করেছেন সেতু, আজম খান, মম আলী প্রমুখ।

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদে সিএমভি’র ব্যানারে মুক্তি পাচ্ছে এক ডজন বিশেষ নাটক। যার মধ্যে অন্যতম হলো মিজানুর রহমান আরিয়ানের এই নাটকটি। সবগুলো নাটক ঈদের সাতদিনে ধারাবাহিকভাবে প্রকাশ হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জুন ২৮, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।