ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

বিনোদন

পর্দায় ফিরছে গোবিন্দ-রাবীনা জুটি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৬, জুলাই ৫, ২০২১
পর্দায় ফিরছে গোবিন্দ-রাবীনা জুটি

বলিউডে গোবিন্দ-রাবীনা অন্যতম সফল জুটির একটি। গত শতকের নব্বইয়ের দশকে তাদের বহু সিনেমা বক্স অফিস কাঁপিয়েছে।

দীর্ঘ বিরতি ভেঙে তারা একসঙ্গে ফের হাজির হতে যাচ্ছেন পর্দায়। এমনটিই জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

ইনস্টাগ্রামে রাবীনা ট্যান্ডন একটি ছবি পোস্ট করে বিষয়টি জানিয়েছেন। ছবিতে গোবিন্দকে জড়িয়ে ধরে লুক দিতে  দেখা যাচ্ছে তাকে।  

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘দ্য গ্র্যান্ড রিইউনিয়ন! আবারও একসঙ্গে স্ক্রিনে আসছি। কী, কোথায়, কখন…? কামিং সুন…। ’

ফেরার কথা জানালেও রাবীনা বিস্তারিত কোনোকিছুই খোলাসা করেননি। তাই ভক্তদের মনে অনেক প্রশ্ন রয়ে গেছে। বড় পর্দায়, ছোট পর্দায় নাকি ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন, সেটা চানতে আগ্রহী সবাই। কমেন্টের ঘরে অনেকেই প্রজেক্টের বিষয়ে বিস্তারিত জিজ্ঞেস করছেন। কিন্তু কোনো উত্তর মেলেনি।

গোবিন্দ-রাবীনার সিনেমা সবসময় নাচ-গানে ভরপুর থাকে। ‘দুলহে রাজা’ থেকে শুরু করে ‘আন্টি নাম্বর ওয়ান’, ‘আখিয়ো সে গোলি মারে’, ‘বড়ে মিয়া ছোটে মিয়া’সহ আরও বেশকিছু সিনেমায় জুটি হয়ে দারুণ সাড়া ফেলেন তারা। তবে এতবছর পর কামব্যাক প্রজেক্টে তারা দর্শকদের জন্য কী সারপ্রাইজ রাখছেন, সেটাই এখন দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জুলাই ০৫, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।