ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পরীমনির বিষয়ে শিল্পী সমিতির সিদ্ধান্ত শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, আগস্ট ৬, ২০২১
পরীমনির বিষয়ে শিল্পী সমিতির সিদ্ধান্ত শনিবার পরীমনি

ঢাকা: রাজধানীর বনানী থেকে মাদকসহ গ্রেফতার আলোচিত নায়িকা শামসুর নাহার স্মৃতি ওরফে স্মৃতিমনি ওরফে পরীমনির সদস্যপদ নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

শুক্রবার (৬ আগস্ট) দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

জায়েদ খান বলেন, শিল্পীরা হবেন সমাজের আইডল। একজন-দুইজন শিল্পীর জন্য যদি পুরো শিল্পী সমাজের সুনাম ক্ষুন্ন হয় সেটি আমরা মেনে নেব না। আমরা শনিবার (৭ আগস্ট) তিনটায় এফডিসিতে মিটিং ডেকেটি। কয়েক দিন আগে চিত্র নায়িকা একা গ্রেফতার হয়েছেন, পরে পরীমনি গ্রেফতার হয়েছেন।

তারা যেহেতু আমাদের সদস্য, সেহেতু আমাদের দায় থেকে যায়। শনিবার (৭ আগস্ট) মিটিং শেষে বিকেল চারটায় সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে আমাদের সিদ্ধান্ত জানাবো।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২১
পিএম/এসআইএস 

 

সংশ্লিষ্ট নিউজ:
পরীমনি-রাজকে নেওয়া হচ্ছে আদালতে
পরীমনি-রাজের বিরুদ্ধে মামলা, চাওয়া হবে রিমান্ড
পরীমনি-রাজকে নিয়ে বনানী থানায় র‌্যাব
স্থগিত হতে পারে পরীমনির শিল্পী সমিতির সদস্যপদ
পরীমনি-রাজের বিরুদ্ধে মামলার প্রস্তুতি
পরীমনিসহ চারজনকে গ্রেফতারের কথা জানালো র‌্যাব
পরীমনি ও রাজের বিরুদ্ধে হচ্ছে মাদক ও পর্নোগ্রাফি মামলা
পরীমনির মিনিবারে পার্টি বসতো নিয়মিত
আদালতে পরীমনি, রিমান্ডের আবেদন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।