ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বব ডিলানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
বব ডিলানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ বব ডিলান

কিংবদন্তি মার্কিন গায়ক বব ডিলানের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা হয়েছে। এক নারী পুরনো ঘটনা সামনে নিয়ে এসে এ মামলাটি দায়ের করেছেন।

মামলায় নিজের নাম প্রকাশ না করলেও নিজেকে জে সি বলে পরিচয় দিয়েছেন ওই নারী।  

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের নতুন একটি আইনে বলা হয়, পুরনো ঘটনা হলেও নির্যাতিত নারী যৌন হেনস্থার মামলা করতে পারবেন। আর এই আইনেই বব ডিলানের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ১৯৬৫ সালে এক ১২ বছরের শিশুকে যৌন হেনস্থা করেছিলেন।

নিউ ইয়র্কের আদালতে মামলা দায়ের করেন ৫৬ বছর বয়সী ওই নারী। যেখানে অভিযোগ উল্লেখ করা হয়েছে, ‘১৯৬৫ সালের বব ডিলানের বয়স ছিল ২০ আর ওই নারীর বয়স তখন ১২। ওই বছরের নিউইয়র্কের চেলসিয়া হোটেলের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে এপ্রিল থেকে মে মাসের মধ্যে প্রায় ছয় সপ্তাহ ধরে তার ওপর যৌন নির্যাতন চালান বব ডিলান। ’

অভিযোগে ওই নারী আরও উল্লেখ করেন, ‘এই নির্যাতন করার জন্য সংগীতশিল্পী হিসাবে তার মর্যাদা কাজে লাগিয়েছিলেন বব ডিলান। ডিলান প্রভাবশালী ব্যক্তি হওয়ায় ভয়ে এতদিন মুখ খোলেননি তিনি। ’

তবে এ বিষয়ে ৮০ বছর বয়সী বব ডিলান কোনো মন্তব্য করেননি। তবে মুখপাত্র বিবৃতি প্রকাশ করেন। সেখানে বলা হয়েছে, ‘ডিলানের বিরুদ্ধে ওঠা ৫৬ বছর আগের এ দাবি সমস্ত অভিযোগ মিথ্যা। আদালতের লড়াইয়ের মাধ্যমে এর যোগ্য জবাব ফিরিয়ে দেওয়া হবে। ’

বব ডিলানকে অন্যতম সর্বকালের সেরা কণ্ঠশিল্পী ও গীতিকার বলে বিবেচনা করা হয়। বিশ্বব্যাপী এ পর্যন্ত তার ১২৫ মিলিয়নের বেশি রেকর্ড বিক্রি হয়েছে। এছাড়া ২০১৬ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।