ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

স্বরা ভাস্করকে গ্রেফতারের দাবি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫১, আগস্ট ১৮, ২০২১
স্বরা ভাস্করকে গ্রেফতারের দাবি!

আফগানিস্তানের তালেবানদের সঙ্গে হিন্দুত্ববাদের তুলনা করে বিতর্কে জড়ালেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। বিষয়টি শুধু বিতর্কেই থেমে নেই, নেটিজেনদের একাংশ এই অভিনেত্রীকে গ্রেফতারেরও দাবি করছেন।

টুইটার বার্তায় স্বরা লেখেন, ‘তালেবান সন্ত্রাস দেখে আমরা রেগে যাই, ক্ষুব্ধ হই। তালেবানদের অত্যাচার দেখে আমরা গর্জে উঠি। কিন্তু হিন্দুত্ববাদী সন্ত্রাসের সময় আমরা চোখ বুজে থাকি। আমাদের মূল্যবোধ কোনো নির্দিষ্ট সন্ত্রাসের উপর নির্ভর করে তৈরি করা উচিত নয়। ’

স্বরার এমন টুইটে তাকে গ্রেফতারের দাবিতে উত্তাল হয়ে ওঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম।  

টুইটারে এখন ট্রেন্ডিং চলছে হ্যাসট্যাগ 'অ্যারেস্ট স্বরা ভাস্কর'। এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার সামাজিক-রাজনৈতিক বিষয়ে কথা বলে বিপাকে জড়িয়েছেন স্বরা।  

আগেও আফগানিস্তান নিয়ে টুইট করেছিলেন স্বরা ভাস্কর। সেখানে তালেবানদের ক্ষুধার্ত শিয়ালের সঙ্গেও তুলনা করেছিলেন এই অভিনেত্রী। পাশাপাশি মহিলাদের ওপর তালেবানদের অত্যাচারের বিষয়েও উদ্বেগও প্রকাশ করেছিলেন তিনি।  

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।