দীর্ঘদিন পর অ্যাকশন থ্রিলার সিনেমা ‘বেল বটম’ নিয়ে হাজির হয়েছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। করোনার কারণে দীর্ঘদিন প্রেক্ষাগৃহ বন্ধ থাকার পর বহুল প্রতিক্ষীত সিনেমাটি ১৯ আগস্ট মুক্তি পায়।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সংযুক্ত আরব আমিরাতের আপত্তিতে ওই তিন দেশে সিনেমাটি প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। ‘বেল বটম’-এর শেষের অর্ধেকটা নিয়েই মূল সমস্যা দেশটির।
তাদের মতে, ১৯৮৪ সালের বিমান ছিনতাইয়ের সত্য ঘটনা সিনেমাটিতে দেখানো হয়েছে। এর এক পর্যায়ে সন্ত্রাসীরা বিমানটিকে পাকিস্তান থেকে দুবাইয়ে নিয়ে যায়।
দুবাই কর্তৃপক্ষের দাবি, দুবাইয়ের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী শেখ মোহাম্মাদ বিন রশিদ আল মাখতুম নিজে ওই পরিস্থিতির দেখভাল করেছিলেন। তার নেতৃত্বেই আরব আমিরাতের কর্মকর্তারা সন্ত্রাসীদের আটক করে। কিন্তু সিনেমাটিতে ভারতীয় কর্মকর্তাদের হিরো হিসেবে তুলে ধরা হয়েছে। এমনকি দুবাইয়ের প্রতিরক্ষামন্ত্রীকে একেবারে আড়ালে রাখা হয়েছে।
সিনেমার গল্পে অতিরঞ্জন ও এ ধরনের ‘ভুল তথ্য’ তুলে ধরার কারণ দেখিয়ে ওই তিন দেশ সিনেমাটি তাদের দেশে নিষিদ্ধ করেছে।
তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো আরও জানায়, সৌদি আরব, কাতার ও কুয়েতে সিনেমাটি নিষিদ্ধ হলেও আরব আমিরাত কর্তৃপক্ষ ‘বেল বটম’ সম্প্রচারে বাধা নাও দিতে পারে।
এদিকে ‘বেল বটম’ সিনেমাটি মুক্তির দিন বক্স অফিসে সংগ্রহ করেছে ২.৭৫ কোটি রুপি। দ্বিতীয় দিন শুক্রবার বক্স অফিসে সংগ্রহ করেছে ২.৬০ কোটি রুপি। দু’দিনে এ সিনেমার সংগ্রহ দাঁড়িয়েছে ৫.৩৫ কোটি রুপি।
‘বেল বটম’ পরিচালনা করেছেন রণজিৎ তিওয়ারি। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন বাণী কাপুর, হুমা কুরেশি ও লারা দত্ত।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
আরবি