ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

আরজে কুল মুকুলের নতুন গান ‘জিন্দেগি বন্দেগি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৬, আগস্ট ২৩, ২০২১
আরজে কুল মুকুলের নতুন গান ‘জিন্দেগি বন্দেগি’

আরজে কুল মুকুল হিসেবে শ্রোতাদের কাছে পরিচিত দেশের অন্যতম রেডিও জকি মুকুল দীর্ঘ আট বছর পর গানে ফিরেছেন।  

তার গাওয়া নতুন গানটি শুনতে পাবেন শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ Mukul's tea stall ’ এ।

‘জিন্দেগি বন্দেগি’ শিরোনামের গানটির কথা লিখেছেন যৌথভাবে খায়েম আহমেদ ও মোহসিন মেহেদী।  

গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন খায়েম আহমেদ।  

লিড গিটার বাজিয়েছেন গিটারিস্ট সেলিম হায়দার আর ভায়োলিনে ছিলেন সেলিম।  

আরজে মুকুল বর্তমানে ঢাকা এফএম ৯০.৪ এ প্রতি সোমবার (২৩ আগস্ট) বিকেল পাঁচটা থেকে দশটা পর্যন্ত ‘মুকুল’স টি স্টল’ নামে একটি শো করেন। পাশাপাশি নানা রকম বাণিজ্যিক বিজ্ঞাপনে কণ্ঠ দেন তিনি।

এর আগে ২০১৩ সালে মুকুলের একক অ্যালবাম ‘গানের মুকুল’ শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।