ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

যে কারণে ইউটিউব চ্যানেল খুললেন শাবনূর

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
যে কারণে ইউটিউব চ্যানেল খুললেন শাবনূর অভিনেত্রী শাবনূর

দেশের অনেক তারকাই নিজেদের নামে ইউটিউব চ্যানেল খুলেছেন। ভক্তদের কাছাকাছি থাকতে এবার সেই তালিকায় যুক্ত হলেন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের দাপুটে নায়িকা শাবনূর।

এ অভিনেত্রী ‘শাবনূর’ নামে ইউটিউব চ্যানেলটি চালু করেছেন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউটিউব চ্যানেলটি চালু করেছেন শাবনূর। চ্যানেলটি চালু করতে তাকে সহযোগিতা করেছেন তারা বোন ঝুমুর।

শাবনূর বলেন, ‘অনেক দিন ধরেই ভাবছিলাম ইউটিউব চ্যানেল করব। শেষ পর্যন্ত করা হলো। ফেসবুক পেজ করেছি, ইনস্টাগ্রামেও সক্রিয় আমি। ভক্তদের কাছাকাছি থাকতেই এই উদ্যোগ। ’

এ অভিনেত্রী জানান, করোনার বিধিনিষেধের সময়ের গল্প নিয়ে কয়েকটি ভিডিও নির্মাণ করছেন তিনি। যা শিগগিরই চ্যানেলটিতে আপলোড করবেন। এর পাশাপাশি সিনেমার খুটিনাটি বিষয়, হাস্যরসাত্মক ভিডিও, রুচিশীল রান্নার ও লাইফস্টাইলের ভিডিও পর্যায়ক্রমে আপলোড করবেন তিনি।  

দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন শাবনূর। সেখানে ছেলে আইজান, মা, ভাই, বোনসহ স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। মাঝেমধ্যে দেশে এলে চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দেন এ অভিনেত্রী।

সবশেষ শাবনূরকে ২০১৫ সালে ‘পাগল মানুষ’ সিনেমায় দেখা গেছে। এরপর আর কোনো সিনেমায় দেখা মেলেনি দর্শকপ্রিয় এ তারকাকে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।