ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

এবার ফেলুদা হচ্ছেন পরমব্রত

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৮, সেপ্টেম্বর ২৩, ২০২১
এবার ফেলুদা হচ্ছেন পরমব্রত পরমব্রত চট্টোপাধ্যায়

এবার নতুন ফেলুদা সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের নির্মাতা অরিন্দম শীল। জি-ফাইভের ব্যানারে নির্মিত হতে যাওয়া এই সিরিজে ফেলুদার চরিত্রে অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়।

আর তোপসের ভূমিকায় দেখা যাবে ঋতব্রত মুখোপাধ্যায়কে।  

যদিও নির্মাতা অরিন্দম নিজের নতুন কাজ সম্পর্কে কোনও মন্তব্য করেননি। তবে জানা গেছে, এ সিরিজের অন্যতম প্রযোজক হিসেবে থাকবেন অশোক ধানুকা। ফেলুদার বেশ কয়েকটি গল্পের স্বত্বও নাকি রয়েছে তার কাছে।

এর আগে আড্ডাটাইমসের ব্যানারে নির্মিতি ফেলুদা সিরিজে দেখা গিয়েছিল পরমব্রত ও ঋদ্ধি সেন জুটিকে। এতে অভিনয়ের পাশাপাশি সিরিজটির পরিচালকও ছিলেন পরমব্রত। বর্তমানে তার হাতে বেশ কিছু কাজ থাকায় নতুন এ সিরিজের নির্মাণের দ্বায়িত্ব নেননি তিনি।  

অরিন্দমের নতুন সিরিজের প্রথম সিজনের গল্প ‘গ্যাংটকে গণ্ডগোল’। করোনার বিধি-নিষেধের পর ‘মহানন্দা’, ‘খেলা যখন’ সিনেমার শুটিং শেষ করেছেন এই নির্মাতা। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) থেকে শুরু হবে তার নতুন সিনেমা ‘তিরন্দাজ শবর’-এর শুটিং।  

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
এনএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।