ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিনোদন

প্রেম করছেন সেলেনা গোমেজ!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৬, নভেম্বর ৩, ২০২১
প্রেম করছেন সেলেনা গোমেজ! ক্রিস ইভানস ও সেলেনা গোমেজ

প্রেম করছেন মার্কিন সঙ্গীতশিল্পী, অভিনেত্রী সেলেনা গোমেজ ও হলিউড অভিনেতা ক্রিস ইভানস। গত কয়েকদিন ধরে পশ্চিমা গণমাধ্যমগুলো এমন খবর প্রকাশ করছে।

এমন আলোচনার মধ্যেই একটি স্টুডিওতে একসঙ্গে দেখা গেছে তাদের। এরপর থেকে তাদের প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়।

তবে শুধু স্টুডিওতেই নয়, এছাড়া বহু জায়গায় একসঙ্গে দেখা গেছে এ তারকা জুটিকে। এমনকি একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করতেও শুরু করেছেন।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছিলেন ক্রিস ইভানস। যেখানে তাকে পিয়ানো বাজাতে দেখা গেছে। আর পিয়ানোর ওপরেই কারও ছায়া দেখতে পেয়েছেন এই তারকার ভক্তরা। ছায়াটি অন্য কারও নয়, সেলেনা গোমেজের-এমন ধারণা ভক্তদের।

তবে অনেকে আবার দ্বিমত পোষণ করে বলেছেন, এটি সেলেনা গোমেজ নয়। কেননা যিনি ভিডিওটি রেকর্ড করছেন তার চুলগুলো লম্বা। আর সেলেনা কিছুদিন আগেই তার চুলে বব কাট দিয়েছেন।

এর আগে সংগীতশিল্পী জাস্টিন বিবারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সেলেনা গোমেজের। বিবার পরে হাইলি বাল্ডউইনকে বিয়ে করেন এবং সেলেনের সঙ্গে সম্পর্ক ভেঙে দেন।  

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।