ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

অঝোরে কাঁদলেন পরিণীতি চোপড়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫১, ডিসেম্বর ২৬, ২০২১
অঝোরে কাঁদলেন পরিণীতি চোপড়া পরিণীতি চোপড়া

বলিউডের অনেক তারকাকে বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও দেখা যায়। কিন্তু এখন পর্যন্ত টেলিভিশনে উপস্থিত হননি অভিনেত্রী পরিণীতি চোপড়া।

প্রথমবারের মতো রিয়ালিটি শো ‘হুনারবাজ’-এর মাধ্যমে ছোট পর্দায় হাজির হতে যাচ্ছেন এই তারকা। তাকে দেখা যাবে বিচারকের আসনে।

এদিকে রিয়ালিটি শো’র মঞ্চে এসে নিজেকে ধরে রাখতে পারেননি পরিণীতি। অঝোরে হাউহাউ করে কেঁদেছেন তিনি। কিন্তু কেনো?

মূলত এক প্রতিযোগীর করুণ কাহিনি শুনে আবেগ ধরে না রাখতে পেরে কাঁদেন পরিণীতি।

সেই প্রতিযোগী জানান, এক সময় মুম্বাইয়ে তার থাকার জায়গা ছিল না। গাছের নিচে দিন কাটাতেন। খাবারের জন্য পয়সা ছিল না তার কাছে। প্রতিযোগীর সততা, অধ্যবসায় আর নাচের জন্য প্যাশন মুগ্ধ করে অভিনেত্রীকে।  

এরপর কাঁদতে কাঁদতে পরিণীত বলেন, ‘যাদের মন খাঁটি, তাদের কষ্ট হলে আমার মন ভেঙে যায়। ’ 

রিয়্যালিটি শো’টিতে বিচারকের আসনে আরও রয়েছেন মিঠুন চক্রবর্তী ও করণ জোহর। পাশে বসা করণ জোহরের চোখও ছলছল করছিল। তিনি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে থাকেন পরিণীতিকে। খুব শিগগিরই পর্বটি প্রচার হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।