ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘সোজন বাদিয়ার ঘাট’ নির্মাণ করবেন তানভীর মোকাম্মেল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২২
‘সোজন বাদিয়ার ঘাট’ নির্মাণ করবেন তানভীর মোকাম্মেল

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক তানভীর মোকাম্মেল। বরেণ্য নির্মাতা এবার নির্মাণ করতে যাচ্ছেন নতুন সিনেমা।

যেটি হতে যাচ্ছে পল্লীকবি জসীমউদ্‌দীনের ‘সোজন বাদিয়ার ঘাট’ অবলম্বনে।

এই পরিকল্পনার কথা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে নির্মাতার প্রোডাকশন হাউস কিনো আই ফিল্মস।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই ঘণ্টা দৈর্ঘ্যের এ সিনেমার অভিনেতা-অভিনেত্রী ও লোকেশন চূড়ান্ত করার কাজ চলছে। কাব্যগ্রন্থের নামেই রাখা হয়েছে সিনেমার নাম।

সিনেমাটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করবেন তানভীর মোকাম্মেল। চিত্রগ্রহণে আছেন রাকিবুল হাসান। প্রধান সহকারী পরিচালক ও শিল্প নির্দেশকের দায়িত্ব পালন করবেন উত্তম গুহ।  

সিনেমাটি সম্পাদনা করবেন মহাদেব শী ও আবহ সংগীত পরিচালনা করবেন সৈয়দ সাবাব আলী আরজু। এর কাস্টিং ডিরেক্টর ও পোশাকের দায়িত্ব পালন করবেন চিত্রলেখা গুহ।  

কিনো-আই ফিল্মস ‘সোজন বাদিয়ার ঘাট’র প্রধান প্রযোজনা প্রতিষ্ঠান। সিনেমাটি সহ-প্রযোজনা করবেন হাসনা জসীমউদদীন মওদুদ।

নির্মাতা তানভীর মোকাম্মেল এর আগে ‘নদীর নাম মধুমতি’, ‘চিত্রা নদীর পারে’, ‘লালসালু’, ‘লালন’র মতো সিনেমা নির্মাণ করেছেন। তার নির্মিত সবশেষ সিনেমা ‘রূপসা নদীর বাঁকে’। এটি ২০২০ সালে মুক্তি পেয়েছিল।  

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।