ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

গান কাভার করে ‘নদীরক্স কনসার্ট’-এ অংশ নেওয়ার সুযোগ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২২
গান কাভার করে ‘নদীরক্স কনসার্ট’-এ অংশ নেওয়ার সুযোগ

‘জলবায়ু বাঁচাতে চল নদীর কাছে’- এমন স্লোগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নদীরক্স কনসার্ট’। চিরকুটের প্রধান ভোকালিস্ট শারমিন সুলতানা সুমির উদ্যোগে হতে যাচ্ছে এটি।

আসছে ২৩ সেপ্টেম্বর বসুন্ধরার আইসিসিবির চার নম্বর হলে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।  

জানা যায়, নতুনদের উৎসাহ দিতেই এই উদ্যোগ গ্রহণ করেছে জনপ্রিয় ব্যান্ড দল চিরকুট। তারই প্রতিফলন ‘নদীরক্স কনসার্ট’।  

সম্প্রতি ‘নদীরক্স কনসার্ট’র ঘোষণা দিয়ে লেখা হয়, ‘নিজেদের সঙ্গে নতুন ব্যান্ড দলকে কনসার্টে গান করার সুযোগ করে দিচ্ছে দলটি। নিজেদের জন্য অনেক গাওয়া হলো। এই প্রথমবার সবাই মিলে গাইব দেশের নদীর জন্য।

সেখানে আরো উল্লেখ করা হয়, এরপর পাখির জন্য, তারপর পাহাড়, সমুদ্র আর যা আমাদের বাঁচায়, ভালোবাসে সবকিছুর জন্য। ’ 

চিরকুটের সঙ্গে এই কনসার্টে পারফরম করবে আর্বোভাইরাস, স্মুচেজ, ক্রিপটিক ফেইট, এফ মাইনর, বাংলা ফাইভ ও অ্যাশেজ।  

এ বিষয়ে আরো জানা যায়, নদীকে ভালোবেসে গান কাভার করে নির্বাচিত হয়েও কনসার্টে অংশ নেওয়ার সুযোগও রয়েছে। কাভার করা গানটি পাঠানো যাবে nodirocksbd@gmail.com ই-মেইলে, বুধবারের (৭ সেপ্টেম্বর) মধ্যে৷

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।