ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

দ্বিতীয় সন্তানের মা হলেন হাসিন রওশন 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৫, অক্টোবর ২৪, ২০২২
দ্বিতীয় সন্তানের মা হলেন হাসিন রওশন 

দ্বিতীয় সন্তানের মা হলেন মডেল ও অভিনেত্রী হাসিন রওশন। শনিবার (২২ অক্টোবর) মা হয়েছেন তিনি।

সন্তানের নাম রেখেছেন উমায়ের মাঈন।  

দ্বিতীয় সন্তানের মা হবার অনুভূতি জানিয়ে হাসিন সামাজিকমাধ্যম ফেসবুকে লেখেন, ‘আলহাদুলিল্লাহ, অবশেষে আমার শরীরের নিখোঁজ আরেকটি অংশ খুঁজে পেলাম। এটা আর কেউ নয়, আমার নবজাতক সন্তান উমায়ের মাঈন। আপনাদের প্রার্থনার মধ্যে আমাদের রাখবেন। ’

২০১১ সালে ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতার বিজয়ী হওয়ার মাধ্যমে শোবিজে আত্মপ্রকাশ করেন হাসিন রওশন। পরের পাঁচ বছরে নাটক, বিজ্ঞাপনচিত্র, মডেলিং সব মাধ্যমে নিয়মিত কাজ করেন তিনি।  

২০১২ সালে ব্যবসায়ী মারুফুল ইসলামের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। বিয়ের পর কিছুদিন শোবিজে কাজ করলেও বর্তমানে স্বামী, সংসার ও নিজের ইন্টেরিয়র ফার্ম নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন।  

প্রায় ছয় বছর ধরে মিডিয়া থেকে দূরে আছেন হাসিন। ২০১৭ সালের ৩ ডিসেম্বর প্রথম সন্তানের মা হন হাসিন। ছেলের নাম রাখেন উযায়ের মাঈন।  

হাসিন অভিনীত উল্লেখযোগ্য টিভি নাটকের মাঝে রয়েছে- তাহের শিপনের পরিচালনায় ‘আমাদের ছোট নদী, সকাল আহমেদের পরিচালনায় ‘সখা হে’, তন্ময় তানসেনের পরিচালনায় ‘নরম রোদের ওম’, রাজীবুল ইসলাম রাজীবের ‘নো ম্যানস ল্যান্ড’, দীপংকর দীপনের ‘গ্র্যান্ড মাস্টার’, জাহিদ হাসানের ‘উড়ামন’, এস এ হক অলিকের ‘সোনার সুতো’, কাফি বীরের ‘মেঘের ওপারে’।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।