ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মর্জিনারে আজও ভুলতে পারেন নাই কদ্দুস বয়াতি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
মর্জিনারে আজও ভুলতে পারেন নাই কদ্দুস বয়াতি! কুদ্দুস বয়াতি

মাটি ও মানুষের শিল্পী কুদ্দুস বয়াতি। তার পরিচিতি পাওয়ার পেছনে হুমায়ূন আহমেদের অনেক অবদান রয়েছে।

বাংলাদেশ সরকার যখন প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করল, তখন হুমায়ূন আহমেদের লেখা ‘এই দিন দিন নয় আরো দিন আছে’ গানটি গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পান কুদ্দুস বয়াতি। এরপর অসংখ্য জনপ্রিয় গান গেয়ে শ্রোতাদের মনে জায়গা করে নেন।

সম্প্রতি এই শিল্পীর ‘মর্জিনারে আইজো তরে ভুলতে পারি না’ নামের গান প্রকাশ হয়েছে। এর আগেও একই শিরোনামের গান প্রকাশ করেছিলেন এই বয়াতি। সেই গানের কথা লিখেছিলেন ফজলুর রহমান। তবে এবারের গানটি কার লেখা সে সম্পর্কে জানা যায়নি।

এদিকে জিমে শরীরচর্চার একটি ভিডিও প্রকাশের মাধ্যমে আলোচনায় রয়েছেন কুদ্দুস বয়াতি। সামাজিকমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে তার। ভিডিওতে দেখা যায়, জিমে শরীর চর্চায় ব্যস্ত তিনি।

বর্তমানে গানে কম সময় দেন কুদ্দুস বয়াতি। মাঝেমধ্যে স্টেজ শোতে তাকে দেখা যায়। গানের পাশাপাশি প্রায় ৪০টির মতো বিজ্ঞাপনের মডেল হয়েছেন কুদ্দুস বয়াতি।  

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।