ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

কুকুরের আক্রমণে মরলো হরিণটি

হাতিয়া প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫০, এপ্রিল ৪, ২০১২
কুকুরের আক্রমণে মরলো হরিণটি

হাতিয়া (নোয়াখালী): নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার অপরূপ দর্শনীয় স্থান নিঝুমদ্বীপের বনাঞ্চলের ১টি হরিণ বন্য কুকুরের আক্রমণে মারা গেছে।

মঙ্গলবার বিকেলের দিকে দ্বীপের দুবাই খাল সংলগ্ন গহীন বনে এ ঘটনা ঘটে।

বন্য কুকুরের দল হরিণটিকে আক্রমণ করে শরীরের পেছনের অংশ খুবলে খেয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা হরিণটির শিংসহ বিভিন্ন অংশ নিয়ে যায়।

নিঝুমদ্বীপ ৭ নং মদিনা গ্রামের ইউপি সদস্য আলা উদ্দিন বাংলানিউজকে জানান, নিঝুমদ্বীপের বনে বন্য কুকুরের সংখ্যা অনেক ভেড়ে গেছে। পতিদিন দু’থেকে চারটি হরিণ বন্যকুকুরের আক্রমণে প্রাণ হারাচ্ছে।
 
তিনি আরও জানান, দ্বীপের বনে হরিণের মৃতদেহ পচেগলে নষ্ট হওয়ার কারণে দুর্গন্ধে অনেক সময় বনে হাটা যায় না। বন বিভাগও তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না।

নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন বিষয়টি তার জানা নেই বলে জানান।

তিনি বাংলানিউজকে বলেন, ‘একটি কেন। অনেক হরিণ মরছে। বনে এখন আগের চেয়ে হরিণ কমে গেছে। বন বিভাগ কোনো ব্যবস্থা নিচ্ছে না। সরকারও হরিণ রক্ষায় কোনো উদ্যোগ নিচ্ছে না’।

কুকুর মারার উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।
 
স্থানীয়দের অভিযোগ, বন্য কুকুর, লবন পানি আর আবাসন সঙ্কটেরর কারণে নিঝুমদ্বীপের হরিণগুলো এখন হুমকির মুখে।

এ ব্যাপারে জানার জন্য কথা বারবার ফোন করা হলেও নিঝুমদ্বীপ বন কর্মকর্তা জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময় : ০২০৬ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১২

প্রতিবেদন : শাহেদুল ইসলাম শফিক
সম্পাদনা : রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।