ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

শ্রীবর্দীতে তক্ষকসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৪
শ্রীবর্দীতে তক্ষকসহ আটক ২

শেরপুর: শেরপুরের শ্রীবর্দী উপজেলায় একটি তক্ষকসহ দুজনকে আটক করেছে র‌্যাব।  

উপজেলার কুরুয়া বাজার থেকে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করা হয়।

 

আটক দুজন হলেন-ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের ফরহাদ (৫০) ও নান্দাইল উপজেলার দিলালপুর গ্রামের আব্দুল হামিদ চুন্নুর ছেলে পারভেজ (৩৫)।  

বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‍্যাব।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের একটি দল উপজেলার কুরুয়া বাজারের কুরুয়া উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালায়। এসময় ফরহাদ ও পারভেজ নামে দুজনের কাছে একটি তক্ষক পাওয়ায় তাদের আটক করা হয়।  

র‌্যাব জানায়, ফরহাদ ও পারভেজ দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে তক্ষক বেচা-কেনা এবং সরবরাহ করে আসছিলেন। বন্যপ্রাণী রক্ষা আইনে মামলা দিয়ে তাদের শ্রীবর্দী থানায় হস্তান্তর করা হয়েছে।

তক্ষক বন্যপ্রাণী। বন্যপ্রাণী ধরা, বেচা-কেনা, সরবরাহ, খাওয়া, হত্যা করা দণ্ডনীয় অপরাধ।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।