ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

৭৭ শতাংশ কম বৃষ্টি হয়েছে ফেব্রুয়ারিতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
৭৭ শতাংশ কম বৃষ্টি হয়েছে ফেব্রুয়ারিতে ফাইল ছবি

ঢাকা: গেল ফেব্রুয়ারিতে স্বাভাবিকের চেয়ে ৭৭ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে কম বৃষ্টি হয়েছে চট্টগ্রাম অঞ্চলে।

এ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে ৯৯ শতাংশ কম বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলামের তৈরি করা এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।

এতে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে সার্বিকভাবে সারা দেশে স্বাভাবিকের চেয়ে ৭৭ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তার লাভ করায় ৮ থেকে ৯ ফেব্রুয়ারি রাজশাহী, পাবনা, নওগাঁ, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গা জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়।

পশ্চিমা লঘুচাপের সঙ্গে পুবালী বায়ুপ্রবাহের সংযোগ ঘটায় ১২-১৩, ১৯-২০ ও ২২-২৩ ফেব্রুয়ারি দেশের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

গত ২০ ফেব্রুয়ারি সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় সাতক্ষীরায় ৪৯ মিলিমিটার। ২২ ফেব্রুয়ারি কক্সবাজারে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আর ৮ ও ৯ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৫
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।