রাঙামাটির বরকল উপজেলার বরুনাছড়ি এলাকায় কাপ্তাই হ্রদে একটি বুনো হাতি শাবকের মরদেহ ভাসতে দেখা গেছে। খাড়া পাহাড় থেকে পা পিছলে পড়ে গিয়ে হাতি শাবকটি আহত হয়ে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে মারা যায় বলে ধারণা করছে বন বিভাগ।
মঙ্গলবার (২১ অক্টোবর) দিনব্যাপী বন বিভাগের লোকজন হাতি শাবকটির মরদেহ উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। কারণ মা হাতি হ্রদের পাড়ে অবস্থান করছে, যাতে শাবকটির পাশে কেউ আসতে না পারে।
পার্বত্য চট্টগ্রাম উত্তর বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রফিকুজ্জামসন শাহ বলেন, আমরা কাপ্তাই হ্রদ থেকে হাতি শাবকটির মরদেহ উদ্ধার করতে পারিনি। মা হাতি সারাক্ষণ হ্রদ পাড়ে অবস্থান নিয়েছে।
তিনি বলেন, বুধবার আবারো চেষ্টা করব হাতি শাবকটির মরদেহ উদ্ধারের। উদ্ধার করতে পারলে ময়না তদন্তের মাধ্যমে জানতে পারব কীভাবে মারা গেছে।
এমজেএফ