ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

পরিবেশ ও জীববৈচিত্র্য

কলার আড়তে মিলল আরও একটি সবুজ-ফণিমনসা সাপ

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৫, জুলাই ২০, ২০২৫
কলার আড়তে মিলল আরও একটি সবুজ-ফণিমনসা সাপ

কলার আড়ত থেকে আরও একটি সংকটাপন্ন প্রজাতির ‘সবুজ-ফণিমনসা’ সাপ (গ্রিন ক্যাট-আইড স্নেক) উদ্ধার করা হয়েছে। শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সাপটিকে উদ্ধার করেছে।

পরে এটিকে হস্তান্তর করা হয় স্থানীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে।

রোববার (২০ জুলাই) বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বাংলানিউজকে বলেন, শনিবার বিকেলে শ্রীমঙ্গল শহরের কলার আড়ত থেকে একটি সাপ পাওয়ার খবর আসে। পরে আমরা গিয়ে সাপটিকে উদ্ধার করি। আমার সঙ্গে সহযোগী হিসেবে ছিলেন রাজদীপ।

তিনি আরও বলেন, এর আগে গত ৮ জুলাই রাতে শ্রীমঙ্গলের কলার আড়ত থেকে একইভাবে আমরা আরও একটি সবুজ-ফণিমনসা সাপ উদ্ধার করি এবং প্রতিবারের মতো তা বনবিভাগের কাছে পৌঁছে দেই।  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান বাংলানিউজকে বলেন, ‘গ্রিন ক্যাট-আইড স্নেক’ স্বল্প বিষধর হলেও খুবই শান্ত স্বভাবের। এরা সহজে কামড়ায় না। এরা নিশাচর ও মাংসাশী। গিরগিটি, গেছো ইঁদুর, ব্যাঙ এবং কখনো কখনো অন্যান্য সাপও এদের খাদ্য তালিকায় থাকে। এরা সাধারণত ১১৫ থেকে ১৯০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। গায়ের রং গাঢ় সবুজ হলেও বয়সের সঙ্গে রঙে কিছুটা পরিবর্তন আসে।

তিনি আরও বলেন, গ্রিন ক্যাট-আইড স্নেক মূলত গাছে বসবাস করে, তবে শিকার ধরতে মাটিতেও নামে। গ্রীষ্মের শুরু ও শীতের শেষে এরা প্রজনন করে। প্রজননের ৪২-৫০ দিনের মধ্যে স্ত্রী সাপ ৭ থেকে ১৪টি ডিম পাড়ে এবং ৮৫-৯০ দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয়।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন), বাংলাদেশ এর গবেষণা তালিকায় সবুজ-ফণিমনসা সাপকে ‘সংকটাপন্ন’ বা ‘এলসি’ ক্যাটাগরির প্রাণী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে বলে জানান অধ্যাপক কামরুল হাসান।

বিবিবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।