ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মানুষকে বুঝতে পারে কুকুর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৩
মানুষকে বুঝতে পারে কুকুর

ঢাকা: মানুষের মতই অন্যের মানসিকতা, আবেগ ও দৃষ্টিভঙ্গিকে অনুধাবন করতে পারে কুকুর। পোষা কুকুর তাদের মালিকের আচরনের প্রকাশভঙ্গি দেখেই তার মনোভাব বুঝে নিতে পারে।



কোন কাজটা করলে মালিক খুশি হবে বা বিরূপ আচরণ করতে পারে তা খুব ভালোই বোঝে এ চার পা ওয়ালা প্রাণীটি।

সম্প্রতি কুকুরের বোধশক্তির ওপর এক গবেষণা করা হয়। ৮৪ টি কুকুরের ওপর এই পরীক্ষা চালানোর মাধ্যমে খুঁজে বের করা হয় যে মানুষের আচরণের সঙ্গে কুকুর কিভাবে খাপ খাইয়ে নেয়।

গবেষনায়, একটি ঘরে খাবার রেখে সেখানে মালিকের সঙ্গে কুকুরটিকে থাকতে দেয়া হয়। দেখা গেছে যে মালিক বাতি নিভিয়ে দেয়ার সঙ্গে সঙ্গেই কুকুরটি সেই ঘরে রাখা খাবার চুরি করার জন্য ব্যাকুল হয়ে ওঠে যা তার জন্য নিষিদ্ধ ছিল।

এতে আরও দেখা যায়, অন্ধকারে কুকুর মনেও রাখে না যে তার মালিক ঘরে রয়েছে। কারণ সে বুঝতে পারে যে অন্ধকারে তাকে কেউ দেখতে পাবে না।

বাংলাদেশ সময়:১৬৪৯ ঘন্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৩

সম্পাদনা: সানজিদা সামরিন ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।