ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

হরিপুরে মেছো বাঘের দুটি শাবক উদ্ধার

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৯, মে ২৯, ২০১৩
হরিপুরে মেছো বাঘের দুটি শাবক উদ্ধার

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুরে একদিন বয়সের কালো রঙের মেছো বাঘের দু’টি শাবক উদ্ধার করেছে বনবিভাগ।

বুধবার সকালে মধুডাঙ্গী গোপালপুর গ্রামের বোরো ধান ক্ষেত থেকে ওই শাবক দুটি আটক করে স্থানীয়রা।

খবর পেয়ে বিকেলে বাঘের শাবক দুটি উদ্ধার করে বনবিভাগ।

স্থানীয়রা জানান, সকালে হরিপুর উপজেলার মধুডাঙ্গী গোপালপুর গ্রামের কয়েকজন কৃষক বোরো ধান কাটতে যান। এ সময় একটি বাঘিনী দুটি শাবক মুখে নিয়ে ধান ক্ষেতে ঢোকে। বাঘটি লোকজন দেখে মুখের শাবক ফেলে দিয়ে দ্রুত পাশের ভুট্টা ক্ষেতে লুকিয়ে যায়।

এলাকাবাসী আব্দুল জলিল বাংলানিউজকে জানান, মা বাঘটি আশপাশের জঙ্গলে থাকতে পারে। এ নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছে লোকজন।

ঠাকুরগাঁও বন বিভাগের ফরেস্টার সফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, বাঘের শাবক দুটির বয়স একদিন। তবে, মা বাঘটিকে দেখা যাচ্ছে না। লোকালয় থেকে অনেক দূরে কোথাও চলে গেছে বলে ধারণা করা হচ্ছে। এতে আতঙ্কের কিছু নেই।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, মে ২৯, ২০১৩
সম্পাদনা: প্রভাষ চৌধুরী,  নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।