গুলশান লেকের পাশ দিয়ে হাঁটার পথে হঠাৎ গাছ থেকে লাফ মেরে সামনে পড়লো এক বাঁদর। ক’জন মানুষ যে হাঁটছেন রাস্তা দিয়ে তার যেন পাত্তাই নেই।

ক্যামেরা বের করতেই শুরু হলো তার স্বভাবসুলভ দুষ্টুমি। দেখে মনে হলো বেশ খুশি সে এখন।

ক্যামেরার চোখেই এখন চোখ তার। কথা বলতে থাকলো ক্যামেরার চোখে চোখে।

এরপর শুরু যা শুরু হলো, তার সঙ্গে ফ্যাশন ফটোগ্রাফারের সামনে নামিদামি মডেলের নানা অঙ্গভঙ্গিতে নিজেকে প্রকাশ করারই তুলনা চলে।

ফটোগ্রাফারের পজিশন পরিবর্তনের সঙ্গে সঙ্গেই পরিবর্তন তার ভঙ্গির। বুঝে ফেলেছে, আমাকে এখন এভাবেই ভালো লাগবে!

তারপর দু’হাত ছড়িয়ে জানান দিলো, আমি এভাবেও পোজ দিতে পারি।

ছবিতোলা পর্ব শেষ হতেই খাওয়ায় মনোযোগ তার। যেন কিছুই হয়নি!

ফেরার পথে দূর থেকে বেশ বিমর্ষই মনে হলো তাকে। হয়তো ভাবছে, এতক্ষণ তো ভালোই ছিলাম!
বাংলাদেশ সময়: ০৩০১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৩
এএ/আরআইএস