ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সকাল-সন্ধ্যার পথিক: ‘স্মল গ্রিন আওলেট’

বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
সকাল-সন্ধ্যার পথিক: ‘স্মল গ্রিন আওলেট’ শুকনো পাতাতে বসে আছে ‘স্মল গ্রিন আওলেট’, ছবি: অমিত কুমার নিয়োগী

মৌলভীবাজার: সকালের আলোটুকু সবে ফুটে উঠেছে। বনের উপত্যাকায় তাতে নানা ধরণের কীটপতংঙ্গ শুরু করে দিয়েছে তাদের খাদ্যান্বেষণ। প্রজাপতিও তার মধ্যে অন্যতম। যে ধীর পাখনা মেলে বাতাসের প্রবাহে ছুটে বেড়ায়।

সন্ধ্যে বেলাতেও তাই। রাত্রির দীর্ঘ বিশ্রামের আগে কিছুক্ষণের উড়াউড়িতে চলে শেষ পর্যায়ের খাদ্যখোঁজার পালা।

কিছু কিছু পতঙ্গদের তখন বেশ দৌঁড়ঝাপ দিতে দেখা যায়।

যেন সকাল-সন্ধ্যার পথিক তারা। ওই দুটো সময়ই বড় ব্যস্ততামুখর। বনের মর্মরে সবুজপাতাদের চারপাশে এই পতঙ্গরাই সবচেয়ে বেশি কার্যকর তখন। বন তাতে তার নিজস্ব গতি খুঁজে পায়। সুস্থতায় ভরে ওঠে কীটপতঙ্গ আর পাখির এমন ডানা মেলায়।

প্রজাপতি গবেষক অমিত কুমার নিয়োগী বাংলানিউজকে বলেন, এর ইংরেজি নাম ‘স্মল গ্রিন আওলেট’। বৈজ্ঞানিক নাম Burara amara। প্রচলিত বাংলা নাম নেই। ‘হেস্পিরিডি’ পরিবারের অন্তর্ভুক্ত এই প্রজাপতিটির ডানার ব্যাপ্তি প্রায় ৪৫-৫০ মিলিমিটার। বাংলাদেশে Burara গণের অন্তর্ভুক্ত আরও ৪ ধরনের আওলেট প্রজাপতি পাওয়া।

পৃথক প্রজাতির নাম উল্লেখ করে তিনি বলেন, Burara gomata (পেল গ্রিন আওলেট), Burara harisa (হারিসা অরেঞ্জ আওলেট), Burara jaina (অরেঞ্জ আওলেট) ও Burara oedipodea (ব্যান্ডেড অরেঞ্জ আওলেট)।

শারীরিক রঙ সম্পর্কে তিনি বলেন, এই প্রজাপতিটির পুরুষ ও মেয়ে উভয়েরই ডানার নিচের রঙ বাদামীর সঙ্গে ধূসরাভ নীল ডোরা। উদরের রঙ কালো-বাদামী এর মধ্যে ধূসরাভ ডোরা। বক্ষ উজ্জ্বল হলুদ বর্ণের।

এর প্রাপ্তি সম্পর্কে তিনি বলেন, স্মল গ্রিন আওলেট আমাদের দেশের সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে দেখা যায়। তবে বেশ বিরল এই প্রজাপতিটি খুব সকালে এবং সন্ধ্যার সময় একটু অন্ধকারাছন্ন জায়গায় বেশি দেখা যায়। এরা হাল্কা আদ্র বা ভেজা ছড়া (দুই পাহাড়ের মাঝে পানির প্রবাহের পথ) বালুতে, ভেজা কাগজ বা টিস্যু, প্রাণির মল, পচা বস্তু হতে খনিজ পদার্থ আহরণ করে। এরা সাধারণত পাতার নিচে বসে ও বিশ্রাম নেয়।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) এর লাল তালিকা-২০১৫ তে স্মল গ্রিন আওলেট-কে বাংলাদেশে বিপন্ন (EN) হিসেবে ঘোষণা করা হয়েছে বলে জানান প্রজাপতি গবেষক অমিত কুমার নিয়োগী।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, এপ্রিল ২৯,২০১৭
বিবিবি/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।