ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এলো ১৫০ তিমি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এলো ১৫০ তিমি ভেসে আসা তিমিগুলো এভাবেই সৈকতে পড়ে আছে

অস্ট্রেলিয়ার সৈকতে হঠাৎ ভেসে আসা দেড়শ’ তিমি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কল্যাণে আলোচনায় উঠে এসেছে। আর ‘দিক হারানো’ তিমিগুলো রক্ষায় কর্তৃপক্ষ জরুরি উদ্যোগ নিয়েছে।

পার্থের দক্ষিণে ৩০০ কিলোমিটার দূরে হামিলিন বে-তে এক জেলে  তিমিগুলোকে এভাবে  আবিষ্কার করেন।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান (ডিব্লিউএ) কর্তৃপক্ষ জানিয়েছে, যদিও এরইমধ্যে অর্ধেক তিমি মারা গেছে।

তবে জীবিত থাকা তিমিগুলো দ্রুত উদ্ধারে কাজ চলছে।

জেরিমি চিক নামে এক বিশেষজ্ঞ জানিয়েছেন, প্রাণীগুলোর শারীরিক অবস্থা, বাতাস এবং ওই এলাকার আবহাওয়ার বর্তমান অবস্থায় তাদেরকে (তিমি) পানিতে ফিরিয়ে নিতে বেশ বেগ পেতে হবে।  

এগুলো ‘শর্ট-ফাইনড পাইলট’ প্রজাতির তিমি বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।