ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

শান্ত প্রকৃতির বিরল মাছ ‘তেলচিটা’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
শান্ত প্রকৃতির বিরল মাছ ‘তেলচিটা’ সিলেট অঞ্চলের বিরল মাছ ‘তেলচিটা’। ছবি- সুলতান মাহমুদ

মৌলভীবাজার: দেশের পূর্বাঞ্চলীয় পাহাড়-টিলাময় অঞ্চল সিলেট। সীমান্তবর্তী এলাকা দিয়ে পাহাড়ের কোল ঘেঁষে প্রবেশ করা অসংখ্য নদী-ছড়া-খাল নীরবে প্রবাহিত হয় এ অঞ্চলে। এসব জলাভূমিতে পাওয়া যায় নানান বিরল প্রজাতির মাছ। ‘তেলচিটা’ নামে বিরল প্রজাতির একটি মাছের সন্ধান পেয়েছে মৎস্য বিভাগ।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে কুলাউড়া উপজেলা মৎস্য অফিসার সুলতান মাহমুদ বাংলানিউজকে বলেন, এই বিরল মাছটির নাম ‘তেলচিটা পাথরচাটা’। এছাড়াও মাছটি ‘তেলচিটা’, ‘তেলা’এবং ‘দলমাগুর’ নামে পরিচিত।

ইংরেজি নাম Sylhet Hara এবং বৈজ্ঞানিক নাম Glyptothorax talchitta (Hamilton)। এই বিরল প্রজাতিটির মাছটি মাঝে মাঝে সিলেট অঞ্চলেই দেখা যায়।

এর ইংরেজি নাম প্রসঙ্গে তিনি বলেন, এর ইংরেজি নামটি একটু লক্ষ্য করলে দেখবেন ওখানেও সিলেট শব্দটি ব্যবহৃত হয়েছে। এর কারণ হলো সারাদেশের মাঝে সর্বপ্রথম এই মাছটিকে সিলেট অঞ্চলেই খুঁজে পাওয়া গিয়েছিলো এবং যে ব্যক্তি এই মাছটি খুঁজে পেয়েছিলেন তার নামটিও ইংরেজি নামের সাথে জুড়ে দেওয়া হয়েছে। মাছটির সর্বাধিক দৈর্ঘ্য ১০ সেন্টিমিটার। ২০১৭ সালের নভেম্বরে মৎস্য জরিপে আমরা এ মাছটির সন্ধান পাই।

মাছটির শারীরিক গঠন সম্পর্কে তিনি বলেন, তেলচিটা পাথরচাটা মাছটির দেহ মুচাকৃতি। মাথা চাপা ও নাসাগ্র কিছুটা ভোতা। মুখ অবনত, আড়াআড়ি এবং ঠোঁট পুরো প্যাপিলাযুক্ত। পৃষ্ঠীয় পাখনা দুর্বল ও মসৃণ। অক্সিপিটাল অস্থি পৃষ্ঠীয় পাখনার গোড়া পর্যন্ত পৌঁছে না। বক্ষে লম্বালম্বি পুরু চামড়ার থোরাসিক ধারণ উপাঙ্গ রয়েছে যেটি তা প্রস্থের চেয়ে দৈর্ঘ্যে বেশি। ফুলকামুখ মাথার নিম্নদিকে শেষ প্রাপ্ত পর্যন্ত লম্বায় রয়েছে। জোড় পাখনা আনুভূমিক।

চোখ পৃষ্ঠদেশে চামড়ার পর্দায় আবৃত। রাসারন্ধ্র পরস্পর ঘনসন্নিবিষ্ট, নাসিকা বার্বের যুক্ত ধারকঝিল্লি দ্বারা বিমুক্ত। পৃষ্ঠীয় পাখনা নাসাগ্র অপেক্ষা মেদ পাখনার অতি নিকটবর্তী। মোট চার জোড়া বার্বেল রয়েছে, সবগুলো মাথার চেয়ে খাটো। ত্বক টিউবারকলযুক্ত। পৃষ্ঠদেশ কালচে বাদামি এবং নিম্নদেশ হলুদাভ। পাখনার গোড়ায় কালো ডোরা রয়েছে।

‘তেলচিটা’ প্রাকৃতিগতভাবে শান্ত প্রকৃতির মাছ। ঝর্ণা বা নদীর বালুকময় অথবা পাথুরে তলদেশে এরা বাস করে বলে জানান কুলাউড়া উপজেলা মৎস্য অফিসার সুলতান মাহমুদ।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
বিবিবি/এমজেএফ

অতি বিরল প্রজাতি ‘হিরালু বরালি’ 

বিরল প্রজাতির মাছ ‘ভট শিঙ্গি’

দুষ্প্রাপ্য মাছ ‘কসুতি পু‍ঁটি’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।