ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

গাছের ডালে বিশাল আকৃতির অজগর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
গাছের ডালে বিশাল আকৃতির অজগর

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখায় লোকালয়ে গাছের ডালে একটি বিশাল আকৃতির অজগর সাপের দেখা মিলেছে। সাপটি দেখতে উৎসুক জনতা ভিড় করেন সেখানে।

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার উত্তর শাহবাজপুরের ভবানীপুর গ্রামের গোরস্থানের একটি শিরিষ গাছের ডালে সাপটি দেখতে পায় স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোরস্থানের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় স্থানীরা গাছের একটি ডালে সাপটি দেখতে পায়।

অজগর সাপটি ১৫/১৬ ফুট লম্বা হবে। পরে আশপাশে খবর ছড়িয়ে পড়লে সাপ দেখার জন্য শত শত উৎসুক মানুষ ভিড় করেন।  

বন বিভাগের বড়লেখা রেঞ্জের সহযোগী রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস বাংলানিউজকে বলেন, স্থানীয় সংবাদকর্মীদের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। যাতে স্থানীয়রা সাপটির কোনো ক্ষতি করতে না পারে। সাপটি উদ্ধারের জন্য প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগক মৌলভীবাজার কার্যালয়কে খবর দেওয়া হয়েছে।

মৌলভীবাজারের প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক মো. আনিসুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে অজগরটি উদ্ধার করা হয়েছে। এটাকে আপাদত শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে রাখা হবে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।