ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

শ্রীমঙ্গলে উদ্ধার বিপন্ন ‘দাগি লেজি সবুজবোড়া’

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯
শ্রীমঙ্গলে উদ্ধার বিপন্ন ‘দাগি লেজি সবুজবোড়া’ শ্রীমঙ্গলে উদ্ধার বিপন্ন ‘দাগি লেজি সবুজবোড়া’। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: সবুজ বনের বিপন্ন প্রজাতির সাপ ‘দাগি লেজি সবুজবোড়া’কে লোকালয় থেকে উদ্ধার করা হয়েছে। আবাসস্থল ধ্বংসের কারণে সবুজ বনের এ সাপটি মানুষের নজরে চলে আসে। পরে সাপটিকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার মৌলভীবাজার রোড কারিতাস টেকনিক্যাল স্কুল থেকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এটিকে উদ্ধার করে।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বাংলানিউজকে বলেন, আমাদের চারপাশের ঝোপঝাড় এবং আবাসস্থল ধ্বংসের কারণে বন্যপ্রাণীরা লোকালয়ে এসে মানুষের নজরে পড়ে।

মানুষেরা আতঙ্কিত হয়ে আমাদের খবর দিলে আমরা তখন তাদের উদ্ধার করে নিয়ে আসি। দ্রুতই তাকে চিরসবুজ বনে অবমুক্ত করা হবে। বিপন্ন ‘দাগি লেজি সবুজবোড়া’।  ছবি: বাংলানিউজতিনি আরও বলেন, কিন্তু এভাবে কতদিন? আমাদের লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ এর চারপাশের প্রাকৃতিক পরিবেশ যদি বন্যপ্রাণীদের উপযোগী না রাখি। তাহলে তো খাদ্য সংকটে বন্যপ্রাণীরা এভাবে লোকালয়ে চলে আসবেই।

সুতরাং বনের বন্যপ্রাণীদের আবাসস্থল সুরক্ষাসহ তাদের প্রাকৃতিক খাদ্যনিশ্চিত করতে হবে বলে জানান বন্যপ্রাণীসেবক সজল দেব।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বন্যপ্রাণী গবেষক ও আলোকচিত্রী আসিফ আদনান আজাদ বাংলানিউজকে বলেন, ছবি দেখে যতটুকু মনে হচ্ছে এটা ‘দাগি লেজি সবুজবোড়া’। এর ইংরেজি নাম Spot Tailed Pit Viper। ফোটা লেজি সবুজবোড়া বলে উল্লেখ করা হয় সাপটিকে। এরা চিরসবুজ বনের সাপ। ডিপ-ফরেস্ট ছাড়া এদের পাওয়া যায় না।  

তিনি আরও বলেন, ‘দাগি লেজি সবুজবোড়া’ সাপটি দেখতে সুন্দর, তবে বিষধর। ‘হোমটক্সিন’ বিষের অধিকারী এরা। এই বিষের নমুনাটা হচ্ছে সঙ্গে সঙ্গে আক্রান্ত প্রাণী বা মানুষকে দ্রুত মেরে ফেলবে না; তবে কামড়ের স্থানটিতে জ্বালাপোড়াসহ পচন ধরতে পারে। এই সাপটি সাধারণত নিশাচর। শিকারকার্য তারা রাতেই করে থাকে। এটা স্থানে চুপ করে অনেকক্ষণ বসে থাকে। সুযোগবুঝে লক্ষ্যবস্তুর দিকে দ্রুত আক্রমণ করে।

ছোট পাখি, গিরগিটি, গেছোব্যাঙ প্রভৃতি তাদের খাদ্যতালিকায় রয়েছে বলে জানায় আসিফ আদনান আজাদ।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।