ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

নাটোরে বন্যপ্রাণী বাগডাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
নাটোরে বন্যপ্রাণী বাগডাশ উদ্ধার বন্যপ্রাণী বাগডাশটিকে অবমুক্ত করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোরের সিংড়া থেকে বন্যপ্রাণী বড় বাগডাশ উদ্ধার করা হয়েছে।  রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার চৌগ্রাম থেকে এই বন্যপ্রাণী উদ্ধার করা হয়।

পরে প্রাণীটিকে পাশের একটি জঙ্গলে অবমুক্ত করেন স্থানীয় পরিবেশবাদী একটি সংগঠন।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, রোববার সকাল ৬টার দিকে স্থানীয় ব্যবসায়ী রবিউল ইসলামের শোবার ঘরে একটি বন্যপ্রাণী ঢুকে আটকা পড়ে। এতে বাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দুপুরে পরিবেশকর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে পাশের জঙ্গলে অবমুক্ত করেন।

এ ব্যাপারে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর কবির বাংলানিউজকে বলেন, উদ্ধারকৃত প্রাণীটির নাম বড় বাগডাশ। ইংরেজিতে এটিকে Large Indian Civet বলা হয়। এদের বসবাস গভীর জঙ্গলে। এরা খাদ্য শৃংখলের গুরুত্বপূর্ণ অংশ এবং ফসলের ক্ষতিকারক পোকা-মাকড় খেয়ে জীবন যাপন করে থাকে। তাছাড়া এই প্রাণী মানুষের কোনো ক্ষতি করে না বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।