ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বিচিত্র আকৃতির চিতার সন্ধান মিললো রাশিয়াতে

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১২
বিচিত্র আকৃতির চিতার সন্ধান মিললো রাশিয়াতে

ঢাকা: রাশিয়ার সীমান্তবর্তী প্রিমোরস্ক রাজ্যে বিশ্ব বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার বিশেষজ্ঞদের লাগানো স্বয়ংক্রিয় ক্যামেরার ফ্রেমে ধরা পড়েছে বিচিত্র আকৃতির একটি নতুন চিতাবাঘ।

বিশেষজ্ঞদের মতে ক্যামেরার ফ্রেমে ধরা পড়া চিতাটি আসলে বিরল প্রজাতির বন বেড়াল।

পরিসংখ্যান অনুযায়ী গোটা বিশ্বে এ ধরনের বিড়াল সর্বসাকুল্যে ৪৫টির বেশি নয়। রাশিয়ার তাইগা অঞ্চলের দূর্গম পাহাড়ী অরণ্যে, চীনের উত্তর পূর্বে ও কোরিয়া উপদ্বীপ অঞ্চলে একসময়ে এদের দেখা মিলতো।

রেডিও রাশিয়া জানায়, বিজ্ঞানীদের পর্যবেক্ষন ক্যামেরাতে ধরা পড়া বিচিত্র ছোপ ছোপ দাগের এ চিতাকে অনায়াসে আলাদা করা যাবে অন্যদের থেকে। অত্যন্ত রাজকীয় গোছের এ প্রজাতির চিতা খুব অন্তরালে লুকিয়ে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করে।
প্রাণী বিজ্ঞানীদের ধারণা, বাঘসহ অন্যান্য বন্যপ্রাণী বিচরণের ক্ষেত্র অর্থাৎ বনাঞ্চলগুলো সংরক্ষণের কারণে দুষ্প্রাপ্য বা বিলুপ্তপ্রায় প্রাণীদের সংখ্যা ক্রমশ বাড়ছে। বনকে এরা নিরাপদ ভাবতে পারছে আজকাল।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ১৮ জানুয়ারি, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।