ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

লাউয়াছড়ায় গাড়ি চাপায় বিপন্ন চিতাবিড়ালের মৃত্যু

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
লাউয়াছড়ায় গাড়ি চাপায় বিপন্ন চিতাবিড়ালের মৃত্যু লাউয়াছড়ায় নিহত চিড়াবিড়াল। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: লাউয়াছড়া জাতীয় উদ্যানে রাস্তা অতিক্রমের সময় একটি চিতাবিড়ালের (Leopard Cat) মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ মার্চ) সকালে লাউয়াছড়ার জানকিছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, দ্রুতগামী গাড়ির চাকায় পিষ্ট হয়ে শুক্রবার সকালে একটি চিতা বিড়াল মারা গেছে। আমরা মরদেহ উদ্ধার করেছি। প্রয়োজনীয় কাজ সেরে চিতা বিড়ালটিকে মাটি চাপা দেওয়া হবে।

চিতাবিড়াল নিশাচর প্রাণি। বসতভূমি ধ্বংস, খাদ্যসংকটসহ নানান প্রতিবন্ধকতায় বর্তমানে এ প্রাণি বিপন্ন। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) চিড়াবিড়ালকে ‘রেডলিস্ট’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রাণীটি সংরক্ষিত।  

এদিকে, লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলাচল করা গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখাসহ বন্যপ্রাণী বিচরণ এলাকায় সতর্কতামূলকভাবে যানবাহন চলাচলের জন্য এই রুটের চালকদের প্রশিক্ষণের বিষয়টির বারবার ইঙ্গিত করছেন বন্যপ্রাণীপ্রেমীরা।  

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
বিবিবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।