বাগেরহাট: ঈদুল ফিতরকে সামনে রেখে যে কোনো ধরনের অপতৎপরতা ও চোরা শিকারিদের দৌরাত্ম ঠেকাতে সুন্দরবনে সর্বোচ্চ সর্তকতা ও নিরাপত্তা জোরদার করেছে বনবিভাগ।
সেই সঙ্গে সুন্দরবনে কর্মরত সব কর্মকর্তা ও বনরক্ষীদের কর্মস্থলে থাকার নির্দেষ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মে) বিকেলে সুন্দরবন পূর্ব বনবিভাগের ডিএফও মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, প্রতি বছর ঈদের সময় মৌসুমী হরিণ শিকারিরা বেপরোয়া হয়ে ওঠেন। অপরাধী ও মৌসুমী শিকারিদের প্রতিরোধে সুন্দরবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া সুন্দরবন পূর্ব বনবিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল ও কর্মস্থলে থানার নির্দেষ দেওয়া হয়েছে। আশা করি, বনবিভাগের তৎপরতায় চোরা শিকারিদের অসাধু কর্মকাণ্ড বন্ধ হবে।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মে ১৩, ২০২১
এসআই