ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মঠবাড়িয়ায় লোকালয় থেকে ২ হরিণ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, মে ২৭, ২০২১
মঠবাড়িয়ায় লোকালয় থেকে ২ হরিণ উদ্ধার ছবি: বাংলানিউজ

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নে লোকালয় থেকে সুন্দরবনের দুইটি হরিণ উদ্ধার করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৭ মে) সকালে ওই ইউনিয়নের গোলবুনিয়া গ্রাম থেকে হরিণ দু’টি উদ্ধার করা হয়।

দুপুরের দিকে বন বিভাগের কাছে হরিণ দু’টি হস্তান্তর করা হয়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল এ তথ্য নিশ্চিত করেছেন।  

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের একটি মাঠে হরিণ দেখতে পেয়ে ধাওয়া আটক করে স্থানীয়রা। এছাড়া একই দিন সকালে উপজেলার বেতমোড় ইউনিয়নের উলুবুনিয়া গ্রাম থেকে আরও একটি হরিণ আটক করে এলাকাবাসী। পরে হরিণটি সুন্দরবনের বগি ফরেস্ট স্টেশনের কাছে হস্তান্তর করা হয়।   

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. জয়নাল আবেদীন বাংলানিউজকে বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাসের কারণে হরিণ দু’টি লোকালয়ে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে। হরিণ দু’টিকে চিকিৎসা দিয়ে সুন্দরবনে অবমুক্ত করা হবে।  

বগি ফরেস্ট স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তার মো. হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, ট্রলারে করে হরিণ দু’টিকে আনা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ২৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।